ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

৫৩৫ উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন

প্রকাশিত: ০৬:২১, ১৪ অক্টোবর ২০১৮

৫৩৫ উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ ২০৩০ সালের মধ্যে ক্ষুধামুক্ত দেশ গড়তে এবং খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিশ্চিত করতে দেশের খাদ্য উৎপাদন বাড়াতে কাজ করছেন কৃষি বিজ্ঞানীরা। এ লক্ষ্য সামনে নিয়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) বিজ্ঞানীরা এ পর্যন্ত দুই শ’ আটটি ফসলের ৫শ’ ৩৫টি উচ্চ ফলনশীল (হাইব্রিডসহ), রোগ প্রতিরোধক্ষম ও বিভিন্ন প্রতিকূল পরিবেশ প্রতিরোধী জাত এবং এগুলোর উন্নত চাষাবাদ ব্যবস্থাপনা বিষয়ক ৫০৫ টি অন্যান্য প্রযুক্তিসহ এযাবৎ ১০৪০ টি প্রযুক্তি উদ্ভাবন করেছে। গাজীপুর মহানগরীস্থিত বারি’র কাজী বদরুদ্দোজা মিলনায়তনে ৫ দিনব্যপী এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান সকালে অনুষ্ঠিত হয়। বারি মহাপরিচালক ড. আবুল কালাম আযাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সচিব নাসিরুজ্জামান। তিতলির প্রভাবে উপকূলের নিচু এলাকা প্লাবিত স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ পটুয়াখালীর দক্ষিণ উপকূলীয় অঞ্চল থেকে শনিবারেও ঘূর্ণিঝড় তিতলির প্রভাব পুরোপুরি কাটেনি। জেলার সর্বত্র দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। থেমে থেমে বৃষ্টির পাশাপাশি দফায় দফায় জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে পটুয়াখালীর নিম্নাঞ্চল। নিচু চরগুলো ডুবে যাওয়ায় মানুষের দুর্ভোগ চরম আকার নিয়েছে। বিশেষ করে গবাদিপশু নিয়ে মানুষের ভোগান্তি বেড়েছে। ঝড়ো হাওয়া বৃষ্টির কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। জেলার রামনাবাদ, তেঁতুলিয়া, কাজল, বুড়াগৌড়াঙ্গ ও আগুনমুখা নদী দিয়ে জোয়ারের সময়ে স্বাভাবিকের চেয়ে ২-৩ ফুট ওপর দিয়ে পানি বয়ে যায়।
×