ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে ছাত্রের মৃত্যু

প্রকাশিত: ০৬:২০, ১৪ অক্টোবর ২০১৮

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে ছাত্রের মৃত্যু

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ ট্রেনে কাটা পড়ে মামুনুর রশিদ (২২) নামের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত সোয়া ১২টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত মামুন রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল টেকনোলজি বিভাগের পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার ছত্রাহার এলাকার হাফিজুর রহমানের ছেলে। এর আগে শুক্রবার রাত ৯টার দিকে নগরীর বর্ণালী এলাকায় ট্রেনের ধাক্কায় রেললাইনের ওপর পড়ে যান মামুন। এ সময় তার বাম হাত রেলাইনে পড়ে কনুইয়ের কাছাকাছি পর্যন্ত বিচ্ছিন্ন হয়ে যায়। মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান তিনি। এরপর স্থানীয়রা উদ্ধার করে তাকে রামেক হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন মামুন। কুড়িগ্রামে বিদ্যুত স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ কুড়িগ্রাম শহরের ত্রিমোহনী বাজার এলাকায় একটি বাড়িতে কাজ করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে মমিনুল ইসলাম (৩০) নামে এক যুবকের। সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের মুক্তারাম গ্রামের সোবহান আলীর পুত্র। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সদর উপজেলার ত্রিমোহনী বাজার এলাকায় জনৈক মোফাজ্জেল হোসেনের বাড়িতে ভবনের কাজ চলছিল। পাইপ দিয়ে মোটরে পানি না ওঠায় সুইচ দিয়ে নলকূপ চাপ দিতে গিয়ে স্পৃষ্ট হয়ে সঙ্গে সঙ্গে ছিটকে জ্ঞান হারিয়ে ফেলে মমিনুল। তার সঙ্গীরা দ্রুত তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে আসে।
×