ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ইউপি নির্বাচন ॥ ডিমলায় পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ

প্রকাশিত: ০৬:১৯, ১৪ অক্টোবর ২০১৮

ইউপি নির্বাচন ॥ ডিমলায় পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ আগামী ২১ অক্টোবর ডিমলা উপজেলার তিনটি ইউনিয়ন খগাখড়িবাড়ী, গয়াবাড়ী ও টেপাখাড়িবাড়ীতে ইউপি নির্বাচনকে কেন্দ্রে করে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে নির্বাচনী মাঠ। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই বেড়ে চলেছে চেয়ারম্যান প্রার্থীদের সমর্থকদের পোস্টার ছিঁড়ে ফেলা ও জনসংযোগে বাধা দেয়ার ঘটনা। এতে আতঙ্কিত হয়ে পড়েছে সাধারণ ভোটারা। সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয়ে ভোটাররা প্রশ্ন তুলেছে। এমন ঘটনায় ওয়ার্ড সদস্য ও সংরক্ষিত আসনের প্রার্থীরাও পড়েছে বিপাকে। জানা যায়, ২০১৬ সালে ২৩ এপ্রিল তৃতীয় ধাপে এই উপজেলার ১০টি ইউনিয়নের নির্বাচন হবার কথা ছিল। কিন্তু উপজেলার চারটি সাবেক ছিটমহলের সীমানা জটিলতার মামলায় উক্ত তিন ইউনিয়নের নির্বাচন স্থগিত করা হয়। জটিলতা নিরশন হলে নির্বাচন কমিশন পুনরায় ওই তিন ইউনিয়নের তফসিল ঘোষণা করে চলতি বছরের ২১ সেপ্টেম্বর। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ২৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিল করে। যাচাই-বাছাই ও প্রতীক বরাদ্দের মধ্যে দিয়ে এই তিন ইউনিয়নের নির্বাচনী প্রচার শুরু হয় ৫ অক্টোবর হতে। সংশ্লিষ্ট সূত্র মতে তিন ইউনিয়নের চেয়ারম্যান পদে ১২ সাধারণ সদস্য পদে ৯০ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। এদের মধ্যে খগাখড়িবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭, সাধারণ সদস্য পদে ৩৪ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১, টেপাখড়িবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে ২, সাধারণ সদস্য পদে ২৮ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬, গয়াবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩, সাধারণ সদস্য পদে ২৮, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। গয়াবাড়ী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে শরীফ ইবনে ফসয়াল মুন (নৌকা), স্বতন্ত্র প্রার্থী সামচুল হক (আনারস), রুকুনুজ্জামান (মোটরসাইকেল), টেপাখড়িবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান পদে ময়নুল হক (নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী রবিউল ইসলাম শাহীন (আনারস) ও খগাখড়িবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে জাহাঙ্গীর আলম (নৌকা), আতিকুজ্জামান (ধানের শীষ), জাকারিয়া হোসেন ডিএম (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী হিসেবে রবিউল ইসলাম লিথন (চশমা), সামিউল গনি চন্দন (আনারস), একেএম শামীম (মোটরসাইকেল), রুকুনুজ্জামান জুয়েল (ঘোড়া) রয়েছে। জানা গেছে, টেপাখড়িবাড়ী ইউনিয়ন তিস্তা নদীর কারণে দুইভাগে বিভক্ত। নদীর এপারে ৫টি ভোট কেন্দ্র ও নদীর ওপারে ৪টি ভোটকেন্দ্র। নদীর ওপারে চেয়ারম্যান প্রার্থী রবিউল ইসলাম শাহীনের যে সকল ব্যানার ও পোস্টার লাগানো হয়েছিল তা প্রকাশ্যে ছিঁড়ে ফেলা হয়েছে। এমন ঘটনায় চেয়ারম্যান প্রার্থী রবিউল ইসলাম শাহীন শনিবার জেলা প্রশাসক, পুলিশ সুপার, ডিমলা উপজেলার নির্বাহী কর্মকর্তা, রিটার্নীং অফিসার, ডিমলা থানায় অভিযোগ করেছে বলে তিনি জানান।
×