ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তা খুন

প্রকাশিত: ০৬:১৮, ১৪ অক্টোবর ২০১৮

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তা খুন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে এক কাস্টমস কর্মকর্তার লাশ উদ্ধার হয়েছে পতেঙ্গা সমুদ্র সৈকত সংলগ্ন বেড়িবাঁধ এলাকা থেকে। নিহতের নাম রিপেন সিংহ ধ্রুব (৩০)। তিনি চট্টগ্রাম কাস্টম এক্সাসাইজ এ্যান্ড ভ্যাট কমিশনারেটের ক্যাশিয়ার পদে কর্মরত ছিলেন। শুক্রবার সকাল ৮টার দিকে এক ঘণ্টার মধ্যে বাসায় ফিরে আসার কথা বলে তিনি আর ফিরে আসেননি। দীর্ঘ অপেক্ষার পর নিহতের পিতা কোতোয়ালি থানায় বিকেলে একটি জিডি করেন। রাতে পতেঙ্গা বেড়িবাঁধ এলাকা থেকে অজ্ঞাতনামা একটি লাশ উদ্ধার হয়েছে এমন খবরে পরিবারের সদস্যরা সেখানে হাজির হয়ে রিপেনের মরদেহ শনাক্ত করেন। ঘটনাটি কোন পরিকল্পিত হত্যাকা- নাকি অন্য কিছু তা এখনও রহস্যাবৃত। ঘটনা নিয়ে পুলিশ জিডির ভিত্তিতে তদন্ত শুরু করেছে। কোতোয়ালি পুলিশ জানায়, নিহত রিপেন আসকারদীঘির অফিসার্স লেনের ক্ষুদিরাম সিংহের ছেলে। বরিশালে শিশু ও দিনমজুর স্টাফ রিপোর্টার বরিশাল থেকে জানান, আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের দক্ষিণ শিহিপাশা গ্রামের একটি পুকুর থেকে নিখোঁজ শিশুর লাশ শুক্রবার রাতে উদ্ধার করা হয়েছে। জানা গেছে, ওই গ্রামের কালু সরদারের দুই বছরের শিশুপুত্র হৃদয় সরদার শুক্রবার বিকেলে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর ওইদিন রাত সাড়ে আটটার দিকে হৃদয়কে বাড়ির পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ তানভীর আহমেদ তাকে (হৃদয়) মৃত বলে ঘোষণা করেন। এদিকে নগরীর এয়ারপোর্ট থানার লুৎফর রহমান সড়কের শাহজালাল লেনে এক দিনমজুরকে শুক্রবার রাত দশটার দিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত দুলাল ঢালী (৫০) নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জয়নাল আবেদীনের ভাড়াটিয়া ও উজিরপুর উপজেলার ধামুরা এলাকার বশির উদ্দিন ঢালীর পুত্র। নিহতের স্ত্রী সুমি আক্তার জানান, শুক্রবার রাতে তার স্বামী বাসায় ফিরে জানায় স্থানীয় মুদি দোকানি জাহাঙ্গীর হোসেন তাকে বেধড়ক পিটিয়ে আহত করেছে। এর কিছু সময় পরেই সে (দুলাল) মাটিতে লুটিয়ে পড়লে তাকে দ্রুত শেবাচিম হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। গাজীপুরে দর্জি স্টাফ রিপোর্টার গাজীপুর থেকে জানান, কালিয়াকৈরের একটি নির্মাণাধীন ভবনে শনিবার দুপুরে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মামুনুর রশীদ লেবু (৫৫)। তিনি রংপুরের মিঠাপুকুর উপজেলার দাপউদয়পুর গ্রামের মিনহাজ প-িতের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ভাড়া বাসায় থেকে এলাকায় দর্জির কাজ করতেন মামুনুর রশীদ। শুক্রবার দুপুরে জুমার নামাজ আদায় করতে বাসা থেকে বের হয়ে সে আর ফেরেনি। পরদিন শনিবার সকালে সফিপুর পশ্চিমপাড়া এলাকায় একটি নির্মাণাধীন ভবনের তিনতলায় গলাকাটা অবস্থায় লেবুর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। কক্সবাজারে বিএনপি নেতা স্টাফ রিপোর্টার কক্সবাজার থেকে জানান, রামুতে বিএনপি নেতার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ছাদেক রেজা (৪৫) সদর ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি। তিনি উত্তরখান ঘোনার মৃত বদিউল আলমের পুত্র। শুক্রবার রাতে রামু উপজেলা পরিষদের পশ্চিমে খাদ্য গুদামের দেয়ালের পাশে মৃতদেহটি দেখতে পায় স্থানীয় জনতা। খবর পেয়ে রামু থানা পুলিশ সেখানে যান। স্বজনরা এসে মৃত ব্যক্তিকে শনাক্ত করে। যশোরে হত্যা মামলার আসামি স্টাফ রিপোর্টার যশোর অফিস থেকে জানান, হত্যা মামলার আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে শহরের পুরাতন কসবা এলাকার আবদুল গফুর একাডেমির পাশ থেকে তাইজুল ইসলাম (৩০) নামের ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। দুই দল সন্ত্রাসীর মধ্যে অভ্যন্তরীণ কোন্দলে হত্যাকা-ের ঘটনা ঘটতে পারে বলে ধারণা পুলিশের। নিহত তাইজুল কাজীপাড়ার সোহাগ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তিনি শহরের খোলাডাঙ্গা এলাকার হাফিজুর রহমানের ছেলে। স্থানীয় সূত্র জানায়, শনিবার সকালে স্থানীয় লোকজন এক যুবকের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। নিহতের মাথার ঘিলু ও জমাটবাঁধা রক্ত মাটিতে পড়েছিল। পরে পুলিশ লাশ উদ্ধার করেছে। রংপুরে গৃহবধূ নিজস্ব সংবাদদাতা রংপুর থেকে জানান, নিখোঁজের ১৩ ঘণ্টা পর বাড়ির পাশের একটি পুকুর থেকে গৃহবধূ মোছাব্বিরা বেগমের (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে মিঠাপুকুর থানার পুলিশ উপজেলার খাফ্রিখাল ইউনিয়নের মকরমপুর এলাকার একটি পুকুর থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। মিঠাপুকুর থানার ওসি আশিকুর রহমান জানান, মিঠাপুকুর উপজেলার খাফ্রিখাল ইউনিয়নের মকরমপুর গ্রামের সোহরাব হোসেনের স্ত্রী মোছাব্বিরা বেগম শুক্রবার রাত ১০টার দিকে তার বাড়ি থেকে নিখোঁজ হন। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পায়নি। শনিবার সকালে তার লাশ পুকুরে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। রাজশাহীতে কলেজছাত্র স্টাফ রিপোর্টার রাজশাহী থেকে জানান, গোদাগাড়ী উপজেলার সারাংপুর গ্রামের একটি ডোবা থেকে জয়নাল আবেদিন (২০) নামের এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উদ্ধার জয়নাল দুদিন আগে নিখোঁজ হয়েছিল বলে পুলিশ জানিয়েছে। জয়নাল গোদাগাড়ী সরকারী কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। সে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার চর হরিসপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে। জয়নাল সারাংপুর গ্রামের তার ফুফা তরিকুলের বাসায় থেকে লেখাপড়া করত। গোদাগাড়ী মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, তরিকুলের বাড়ির পাশে একটি ডোবায় জয়নালের লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়।
×