ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অ ন ্য র ক ম

প্রকাশিত: ০৬:০৪, ১৪ অক্টোবর ২০১৮

অ ন ্য র ক ম

ব্যাগের বদলে চেয়ার নিয়ে দৌড়! স্কুলজীবন মানেই বিভিন্ন স্মৃতি ভিড়। বিশেষ করে স্কুল শেষের ক্লাসগুলোতে পেছনের বেঞ্চে বসে ঘুমিয়ে নেয়ার কথা অনেকেই অস্বীকার করতে পারেন না। তবে, এর বিপদও ছিল। শিক্ষকের হাতে ধরা পড়লে শাস্তি। ঘুমের ঘোরে স্কুলব্যাগের বদলে পিঠে চেয়ার নিয়েই দৌড় দেয়া ছাত্রের ভাইরাল ভিডিওতে এমনই এক ছাত্রের কাণ্ডে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসির রোল পড়ে গেছে। ঘটনাটি ফিলিপিন্সের। জানা গেছে, ক্লাস শেষে ঘুমিয়ে পড়ে ওই শিক্ষার্থী। ক্লাস শেষ হলেও তার ঘুম ভাঙ্গেনি। এমনই সময় ওই ছাত্রের দাদি তাকে ডাক দিলে ঘুমঘুম চোখেই পাশে থাকা প্লাস্টিকের চেয়ারের দুদিকের হাতলের ভিতরে হাত ঢুকিয়ে তা পিঠে চাপিয়ে দৌড় দেয়। চার বছরের ওই ছাত্রের নাম ডিন লিউস পাগতাখান। -ওয়ান ইন্ডিয়া তৃতীয় বিশ্বযুদ্ধ বেধে যাবে! মার্কিন পেপসিকো কোম্পানির সাবেক সিইও ইন্দ্রা নুই (৬২) জানিয়েছেন, যদি তিনি রাজনীতিতে যোগ দেন তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যাবে। তিনি আসলে ঠোঁটকাটা স্বভাবের বলেই এই পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে মনে করেন ইন্দ্রা। নিউইয়র্কে এশিয়া সোসাইটি নামে একটি অলাভজনক প্রতিষ্ঠানের পক্ষ থেকে ইন্দ্রাকে শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পুরস্কৃত করা হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভায় যোগ দিতে আগ্রহী কী না, জানতে চাওয়া হলে তিনি বলেন, আমি আর রাজনীতি আলাদা বিষয়। এই দুটো কোনভাবেই মিলবে না। আমি খুবই ঠোঁটকাটা। আমি কোনভাবেই কূটনৈতিক নই। এমন কী কূটনীতি বুঝিও না। আমার কারণে তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারে। দয়া করে এমনটা করবেন না। - ইন্ডিয়া টুডে
×