ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নেপালে আট পর্বতারোহীর মৃত্যু

প্রকাশিত: ০৬:০৩, ১৪ অক্টোবর ২০১৮

নেপালে আট পর্বতারোহীর মৃত্যু

নেপালের মাউন্ট গুরজায় ওঠার সময় আটজন পর্বতারোহীর মৃত্যু হয়েছে। শনিবার কর্মকর্তারা জানিয়েছেন, ভয়াবহ তুষারঝড়ের কারণে মাউন্ট গুরজায় ওই পর্বতারোহীদের ক্যাম্প ধ্বংস হয়ে গেলে তারা নিহত হন। খবর এএফপি’র। নেপাল পুলিশের মুখপাত্র শৈলেস থাপা বলেছেন, পশ্চিমাঞ্চলীয় নেপালে অবস্থিত মাউন্ট গুরজায় নিহত ওই আট পর্বতারোহীদের মধ্যে দক্ষিণ কোরিয়ার একটি আরোহী দলের সদস্যও রয়েছেন। তিনি বলেন, আমরা ধারণা করছি একটি তুষারঝড়ের কারণে তাদের মৃত্যু হয়েছে, কারণ ঘটনাস্থলে গাছ ও তাঁবু ভেঙে গেছে। এমনকি মৃতদেহগুলোও ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে। থাপা বলেন, এ ঘটনায় আরও একজন পর্বতারোহী নিখোঁজ হয়ে থাকতে পারেন। এদিকে ঘটনাস্থলে একটি হেলিকপ্টার পৌঁছেছে কিন্তু তারা এখনও কোনও মৃতদেহ উদ্ধার করতে পারেনি।
×