ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আমাকেও হত্যার চক্রান্ত হয়েছিল ॥ নির্বাসিত সৌদি প্রিন্স

প্রকাশিত: ০৬:০২, ১৪ অক্টোবর ২০১৮

আমাকেও হত্যার চক্রান্ত হয়েছিল ॥ নির্বাসিত সৌদি প্রিন্স

খ্যাতনামা সৌদি সাংবাদিক জামাল খাশাগজি নিখোঁজের আগে একই রকম চক্রান্তের শিকার হয়েছিলেন দেশটির একজন নির্বাসিত প্রিন্স। জার্মানিতে নির্বাসনে থাকা সৌদি প্রিন্স খালেদ বিন ফারহান ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টকে নিজের এমন অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তিনি জানান, দেশের বাইরে থাকা যেসব ব্যক্তি রাজপরিবারের সঙ্গে ভিন্নমত পোষণ করেন তাদের ডেকে নিয়ে ‘নিখোঁজ’ করে দেয়া সৌদি নেতাদের একটি সাধারণ কৌশল। প্রিন্স খালেদ বিন ফারহান বলেন, সাংবাদিক জামাল খাশাগজি নিখোঁজের কয়েক দিন আগে তাকেও অপহরণের চক্রান্ত করা হয়েছিল। এটি মূলত বিরোধীদের শান্ত রাখতে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কৌশলের অংশ। দ্য ইন্ডিপেনডেন্টকে প্রিন্স খালেদ বিন ফারহান বলেন, ‘সৌদি কর্তৃপক্ষ ৩০ বারেরও বেশি তাদের সঙ্গে দেখা করতে আমাকে দূতাবাসে যেতে বলেছিল। কিন্তু প্রতিবারই আমি তাদের প্রত্যাখ্যান করেছি।’ তিনি বলেন, ‘আমি জানি ভেতরে গেলে আমার সঙ্গে কী ঘটতে পারে। জামাল নিখোঁজের প্রায় ১০ দিন আগে তারা আমার পরিবারকে অনুরোধ করে তারা যেন আমাকে মিসরে নিয়ে যান। -ইন্ডিপেনডেন্ট
×