ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এম জে আকবরের বিরুদ্ধে অভিযোগ তদন্ত হবে

প্রকাশিত: ০৬:০১, ১৪ অক্টোবর ২০১৮

এম জে আকবরের বিরুদ্ধে অভিযোগ তদন্ত হবে

বিজেপি সভাপতি অমিত শাহ জানিয়েছেন, জুনিয়র পররাষ্ট্রমন্ত্রী এম জে আকবরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগের তদন্ত করা হবে। এমনকি মন্ত্রী পর্যায়ে যার বিরুদ্ধেই এ ধরনের অভিযোগ রয়েছে তার সত্যতা যাচাই করা প্রয়োজন। আমাদের দেখতে হবে এই অভিযোগুলো সত্য না মিথ্যা। হ্যাশট্যাগ মিটু ঝড়ের পর এই প্রথম বিজেপি নেতৃত্বের শীর্ষস্থানীয় কোন ব্যক্তি মন্তব্য করলেন। খবর টাইমস অব ইন্ডিয়ার। আকবরের বিরুদ্ধে বেশ কয়েকজন নারী সাংবাদিক তিনি যখন সম্পাদক ছিলেন তাদেরকে যৌন হয়রানি করেছেন বলে অভিযোগ করেন। অমিত শাহ বলেন, মন্ত্রী পর্যায়ের যেসব ব্যক্তি রয়েছেন তাদের বিরুদ্ধে আসা অভিযোগুলো সত্যতা যাচাই করতে হবে। আমরা এই সমস্যাগুলো চিহ্নিত করতে চাই। তিনি ইঙ্গিত দেন যে, দল বিষয়গুলোর ওপর গুরুত্ব দিয়ে কাজ করছে। যদিও শাহ বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম অযৌক্তিক অভিযোগের একটি প্ল্যাটফর্ম হতে পারে। তার মন্তব্য নির্দেশ করে যে, আকবরের বিরুদ্ধে আসা অভিযোগগুলোর দ্বারা সৃষ্ট নেতিবাচক ধারণার ওপর বিজেপির অভ্যন্তরে আলোচনা হয়েছে। সেখানে একটি শক্তিশালী মত রয়েছে যে, মন্ত্রী হিসেবে তার থেকে যাওয়া সরকারের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। শুক্রবার আকবরের বিরুদ্ধে আরও এক নারী সাংবাদিক যৌন হয়রানির অভিযোগ আনেন। দল এখন বিষয়টি সম্পর্কে গুরুত্ব বুঝতে পারছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে যৌন হয়রানির প্রতিবেদন নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। শাহ মন্তব্য করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার দলের বিরুদ্ধে যে কোন অভিযোগের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। যার বেশির ভাগই আমাদেরকে কয়েক বছর পেছনে নিয়ে যায়। জুনিয়র সামাজিক বিচার ও ক্ষমতায়নমন্ত্রী রামদাস আথাভালে বলেছেন, যদি আকবরের বিরুদ্ধে আসা অভিযোগগুলো সত্য হয় তাহলে তাকে অবশ্যই পদত্যাগ করতে হবে। এটি প্রয়োজনীয় যে আকবর তার দিক থেকে কি বলেন তা শোনা। অভিযোগগুলো গুরুতর এবং এজন্য বিজেপির পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
×