ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আমার বিবাহিত জীবন নিয়ে গুজব ছড়ানো হচ্ছে

প্রকাশিত: ০৬:০১, ১৪ অক্টোবর ২০১৮

আমার বিবাহিত জীবন নিয়ে গুজব ছড়ানো হচ্ছে

মার্কিন ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প বলেছেন, তিনি স্বামী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যথেষ্ট ভালবাসেন। ট্রাম্পকে ঘিরে পরকীয়ার যেসব অভিযোগ উঠেছে এসব কাহিনী তার মনোযোগের বিষয়বস্তু নয় বলে দাবি করেন মেলানিয়া । গার্ডিয়ান। ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর তার সঙ্গে পর্ন তারকা ও প্লেবয় প্লেমেটের সম্পর্কের খবর প্রকাশিত হয়। এতে দাম্পত্য জীবনে সঙ্কট দেখা দিয়েছে বলে গুঞ্জন ওঠার পর মুখ খোলেন মেলানিয়া। গত সপ্তাহে আফ্রিকা সফরকালে এবিসিকে দেয়া সাক্ষাতকারে মেলানিয়া বলেন, ‘মানুষ আমার বিবাহিত জীবন নিয়ে শুধু গুজব ছড়াচ্ছে।’ তিনি বলেন, ‘আমি জানি মানুষ গল্পকাহিনী শুনতে পছন্দ করে, মিডিয়াও গসিপ ছড়াতে সহযোগিতা করে। গসিপ সংবাদপত্র ও সাময়িকী বিক্রি বাড়ায় ... দুর্ভাগ্যজনকভাবে এমন একটি বিশ্বে এখন আমরা বাস করি।’ ট্রাম্পের অবিশ্বস্ততা কোন উদ্বেগের বিষয় নয় বলে মেলানিয়া জানান। ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ রয়েছে ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের সময় এক নারীকে জাপটে ধরে তার সঙ্গে যৌন মিলনের চেষ্টা করেছিলেন, এ বিষয়ে একটি অডিও টেপ পাওয়া গেছে। এছাড়া পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েল ও প্লেবয় প্লেমেট কারেন ম্যাক ডগালের সঙ্গে ট্রাম্পের শারীরিক সম্পর্ক হয়েছিল এর আগে খবর বেরিয়েছে। ট্রাম্প অবশ্য স্টর্মি ও কারেনের সঙ্গে শারীরিক সম্পর্কের কথা অস্বীকার করলেও আইনজীবীর মাধ্যমে স্টর্মিকে ১ লাখ ৩০ হাজার ডলার দেয়ার কথা স্বীকার করেছেন। অন্যদিকে কারেন দেড় লাখ ডলারের বিনিময়ে ট্যাবলয়েড পত্রিকা ন্যাশনাল ইনকুইরারকে ট্রাম্পের সঙ্গে তার সম্পর্কের কথা প্রকাশ করেন। স্বামীকে ভালবাসেন কি না, এমন প্রশ্নের উত্তওে মেলানিয়া বলেন, ‘হ্যাঁ, আমরা ভাল আছি।’ পরকীয়ার কাহিনীগুলো তাদের দাম্পত্য জীবনকে বিষিয়ে তুলছে কী না এ নিয়ে সাধারণ মানুষের অযথা কৌতূহলকে গুরুত্ব দেননি মেলানিয়া। তিনি বলেন, ‘আমি একজন মা ও ফার্স্টলেডি। আমার সামনে করার মতো অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। সব কিছু সবসময় সুখকর নয়। আমি জানি কোনটি সঠিক, কোনটি ভুল। কোনটি সত্য, কোনটি মিথ্যা।’ মেলানিয়ার সাক্ষাতের প্রথম অংশ গত সপ্তাহে বাকি অংশটুকু শুক্রবার প্রচারিত হয়। গত সপ্তাহে মেলানিয়া আফ্রিকার চারটি দেশে সফরে থাকার সময় সাক্ষাতকারটি ধারণ করা হয়। সাক্ষাতকারের প্রথম অংশে মেলানিয়া জানান , তিনি সবচেয়ে বেশি সাইবার হেনস্থার শিকার হয়েছেন। সাইবার বুলিং বা অনলাইনে উত্যক্তের বিরুদ্ধে মে মাস থেকে তিনি ‘বি বেস্ট’ উদ্যোগ নিয়েছেন।
×