ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঘূর্ণিঝড়ের তকমা হারিয়ে ‘তিতলি’ দুর্বল হয়ে বাংলাদেশে

প্রকাশিত: ০৫:৪৬, ১৪ অক্টোবর ২০১৮

ঘূর্ণিঝড়ের তকমা হারিয়ে ‘তিতলি’ দুর্বল হয়ে বাংলাদেশে

স্টাফ রিপোর্টার ॥ ঘূর্ণিঝড় ‘তিতলি’ অবশেষে দুর্বল হয়ে, শক্তি ক্ষয়ে লঘুচাপ আকারে বাংলাদেশে ঢুকেছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন শনিবার বেলা তিনটায় ‘তিতলি’ লঘুচাপে পরিণত হয়ে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছিল। এটি আরও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে আজ রবিবারের মধ্যে গুরুত্বহীন হয়ে। বাংলাদেশ ত্রিপুরার দিকে চলে যাবে। এদিকে তিতলির প্রভাবে গত সোমবার থেকে দেশে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। গত কয়েকদিন চট্টগ্রাম, কক্সবাজারসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারি থেকে অতি ভারিবর্ষণ হয়েছে। আজও কোথাও কোথাও ভারি বর্ষণের সতর্কতা সঙ্কেত দেয়া হয়েছে। সাগরে তিন নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত দেখাতে বলা হয়েছে। শনিবার দিনভর রাজধানীর আকাশ ছিল মেঘাচ্ছন্ন। তবে বৃষ্টি হয়েছে সামান্যই। আবহাওয়া অফিস জানিয়েছে আজ দুপুরের পর থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া কেটে গিয়ে স্বাভাবিক হতে শুরু করবে। অবশ্য তিতলির প্রভাবে আজ রবিবারও চট্টগ্রাম, বরিশাল, খুলনা ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। শনিবার আবহাওয়া অফিসের বিশেষ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর এবং দেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। এ কারণে সমুদ্রবন্দরসমূহের ওপর দিয়ে ঝড়োহাওয়া বয়ে যেতে পারে। গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা এবং ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ ন দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এদিকে ঘূর্ণিঝড় ‘তিতলি’র প্রভাবে গভীর সঞ্চারণশীল মেঘমালার কারণে শনিবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় টেকনাফে সবচেয়ে বেশি ২২২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া দেশের অন্যান্য এলাকায় কম বেশি বৃষ্টি হয়েছে। ঢাকায় সারাদিন মেঘাচ্ছন্ন থাকলেও পর্যাপ্ত বৃষ্টি হয়নি। আবহাওয়া অফিস জানিয়েছে শনিবার সকাল ছয়টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ঢাকায় মাত্র ২৪ মিমি বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এদিকে ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হাল্কা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। পরবর্তী ৭২ ঘণ্টায় বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে এবং তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। আবহাওয়াবিদরা বলেন আজ রবিবারের মধ্যে দুর্যোগপূর্ণ আবহাওয়া কেটে গিয়ে পরিস্থিতির উন্নতি হবে। আর ঘূর্ণিঝড় দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও দুর্বল হয়ে ত্রিপুরার দিকে চলে যাবে। পশ্চিমবঙ্গের আবহাওয়া অফিস জানিয়েছে শুক্রবার সকাল থেকেই ঘূর্ণিঝড়ের তকমা হারিয়ে ‘তিতলি’ নিম্নচাপে পরিণত হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঢোকে। পরে আরও শক্তি হারিয়ে শনিবার বেলা তিনটায় বাংলাদেশে প্রবেশ করে। যখন বাংলাদেশে ঢোকে তখন আর যৌবন ছিল না তিতলির বললেই চলে। আজকের মধ্যে এটি বাংলাদেশ পেরিয়ে ত্রিপুরার দিকে চলে যাবে। আজ থেকে পরিস্থিতির উন্নতি হবে। সোমবার থেকে আবহাওয়া থাকবে সম্পূর্ণ স্বাভাবিক।
×