ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পদ্মা সেতুর রেল প্রকল্প উদ্বোধন করবেন আজ প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৫:৪৫, ১৪ অক্টোবর ২০১৮

পদ্মা সেতুর রেল প্রকল্প উদ্বোধন করবেন আজ প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ লৌহজং উপজেলার মাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে। রবিবার মাওয়ায় পদ্মা সেতুর রেল প্রকল্প কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তার এই আগমন উপলক্ষে পদ্মা পাড়ের মাওয়ায় সাজ সাজ রব। নানা পেশাজীবী মানুষের মনে আনন্দের হাওয়া বইছে। সর্বশেষ তিনি ২০১৫ সালে পদ্মা সেতুর কাজের উদ্বোধন উপলক্ষে পদ্মা পাড়ের এই জনপদে এসেছিলেন। দীর্ঘদিন পর প্রধানমন্ত্রীর আবার আগমনে জনপদে খুশির বার্তা বয়ে এনেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত প্রচেষ্টায় দেশের বৃহৎ পদ্মা সেতুর নির্মাণ কাজ এগিয়ে চলছে। স্বপ্নের পদ্মা সেতু এখন বাস্তবে পরিণত হয়েছে। দেশের দক্ষিণাঞ্চলের সঙ্গে সেতুবন্ধনের এই সেতু নির্মাণে এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন সাধিত হওয়ার পথ সুগম হয়েছে। এসব কারণে মুন্সীগঞ্জের আপামর মানুষ শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ। জনপদের লাখ লাখ মানুষ প্রধানমন্ত্রীর আগমনের পথে তাকিয়ে আছে। তাকে একনজর দেখার জন্য উন্মুখ হয়ে রয়েছে এ অঞ্চলের সর্বস্তরের মানুষ। মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনে এ অঞ্চলের মানুষ বেজায় খুশি। পদ্মা সেতু নির্মাণ আমাদের দীর্ঘদিনের স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তবে রূপ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমার নির্বাচনী এলাকার নানা উন্নয়নমূলক কর্মকা-ের কারণে বরাবরই তার কাছে ঋনী। জেলা প্রশাসক সায়লা ফারজানা বলেন, প্রধানমন্ত্রী আগমনে সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যেই চূড়ান্ত নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে প্রধানমন্ত্রীর আগমন একদিন পিছিয়েছে। তবে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সকল প্রস্তুতি নেয়া হয়েছে। জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম বলেন, প্রধানমন্ত্রীর আগমনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা নেয়া হয়েছে। এদিকে, প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সর্বত্র সরব আলোচনা চলছে। অটোরিক্সাচালক সাখাওয়াত জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একনজর দেখার জন্য হলেও তিনি জনসভাস্থলে ছুটে যাবেন। বঙ্গবন্ধুর কন্যার আগমনে তিনি আনন্দিত। দিনমজুর লোকমান বেপারী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসবেন। কাজেই ঘরে বসে থাকতে পারব না। অবশ্যই জনসভাস্থলে যাব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন চানু মিয়া নামের এক রিক্সাচালক। তিনি বলেন, আপামর মানুষের প্রাণের নেত্রী শেখ হাসিনাকে দেখার জন্য তার জনসভায় অবশ্যই যাব। অন্যদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণ করে নিতে মুন্সীগঞ্জের ৬টি উপজেলা থেকে লাখ লাখ মানুষ ছুটে যাবেন। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি নিয়েছে। এছাড়া সাধারণ মানুষ প্রধানমন্ত্রীকে কাছে পেতে যাচ্ছেন এজন্য তাদের মধ্যে উল্লাসের শেষ নেই। প্রধানমন্ত্রীকে দেখার জন্য মাওয়ায় ছুটে যেতে সাধারণ মানুষ প্রস্তুতি নিয়েছে।
×