ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

তফসিল ঘোষণা ছাড়া নির্বাচনের ৮০ ভাগ কাজ সম্পন্ন ইসির

প্রকাশিত: ০৫:৪৫, ১৪ অক্টোবর ২০১৮

তফসিল ঘোষণা ছাড়া নির্বাচনের ৮০ ভাগ কাজ সম্পন্ন ইসির

শাহীন রহমান ॥ একাদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে ভোটার তালিকা চূড়ান্তের পর আসন ভিত্তিক ভোটার তালিকাও চূড়ান্ত করেছে ইসি। এতে দেখা গেছে বেশিরভাগ আসনেই ভোটার সংখ্যা ৩ থেকে ৬ লাখের মধ্যে রয়েছে। কয়েকটি আসনের ভোটার সংখ্যার ব্যবধান রয়েছে আকাশ-পাতাল। যেমন ঢাকা ১৯ আসনে যেখানে ভোটার সংখ্যা ৭ লাখ ৪৭ হাজার ৩০১ জন। অপর দিকে সবচেয়ে কম ভোটার রয়েছে ঝালকাঠি-১ আসনে। এ আসনের মোট ভোটার সংখ্যা ১ লাখ ৭৮ হাজার ৭৮৫ জন। ইসির চূড়ান্ত ভোটার তালিকায় এবারে ১০ কোটি ৪১ লাখ ৯০ হাজার ৪৮০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। চূড়ান্ত এই তালিকা অনুযায়ী ৩শ’ আসনের গড় ভোটার সংখ্যা রয়েছে ৩ লাখ ৪৭ হাজার ৩০১ জন। ইসি সূত্রে জানা গেছে, নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার সংখ্যার পরিমাণ কিছুটা বাড়তে পারে। কারণ তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ রয়েছে। তফসিল ঘোষণার পর নির্বাচনের আগ পর্যন্ত কেউ ভোটার হতে পারবে না। ইসি কর্মকর্তারা জানিয়েছে একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে পুরোদমে প্রস্তুতি কাজ চলছে। তিনশ’ আসনের সীমানা পুনর্নির্ধারণের কাজ গত এপ্রিলের সম্পন্ন করেছে। এছাড়া ভোট কেন্দ্র চূড়ান্ত করা আসন ভিত্তিক ভোটার তালিকা সিডি আকারে মাঠ প্রশাসনের কাছে পাঠানো হয়েছে। এই তালিকা অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। ইসি কর্মকর্তারা জানান, তফসিল ঘোষণা করা ছাড়া নির্বাচনে ৮০ ভাগ কাজ সম্পন্ন করা হয়েছে। তফসিল ঘোষণার পর ইসির বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো বাস্তবায়নের উদ্যোগ নেয়া হবে। ব্যালট পেপার, স্ট্যাম্প প্যাড, সিলগালাসহ ভোটার সরঞ্জাম ঠিকাদারদের কাছ থেকে এই অক্টোবরের মধ্যে ইসির কাছে পৌঁছাবে। তফসিল ঘোষণার পর ভোটার সরঞ্জাম মাঠ পর্যায়ে পাঠানোর কাজ শুরু হবে। কর্মকর্তারা জানান মধ্য নবেম্বরের যে কোন সময়ে একাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। ৪৫ দিন হাতে রেখে তফসিল ঘোষণা সিদ্ধান্ত রয়েছে তাদের। এই হিসেবে ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারি প্রথমে যে কোন সময় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তবে ইসি কর্মকর্তারা বলছেন তফসিল ঘোষণা এবং নির্বাচনের আনুমানিক সময় ইসির পক্ষ থেকে জানানো হলে ভোটের দিনক্ষণ এখনো চূড়ান্ত করা হয়নি। কমিশনের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। তার আগে আগামীকালে বৈঠকে ইসি যেসব প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে তা নিয়ে আলোচনা করা হতে পারে বলে জানা গেছে। ৩০ অক্টোবর থেকে ২৮ জানুয়ারির মধ্যে একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষণার আগে এ মাসের শেষ সপ্তাহে রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনের সাক্ষাত করার কথা রয়েছে। ইসি সূত্রে জানা গেছে আগামী ২৮ থেকে ৩০ অক্টোবরের মধ্যে রাষ্ট্রপতি সাক্ষাত চেয়ে কমিশনের পক্ষ থেকে চিঠি দেয়া হয়েছে। রাষ্ট্রপতি সঙ্গে সাক্ষাত অনুষ্ঠানে নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এমনকি নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নিয়ে কথা হতে পারে। একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইসির তালিকা অনুযায়ী এবারে মোট ভোটার সংখা দাঁড়িয়েছে ১০ কোটি ৪১ লাখ ৯০ হাজার ৪৮০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ কোটি ২৫ লাখ ৪৭ হাজার ৩২৯ জন। নারী ভোটার ৫ কোটি ১৬ লাখ ৪৩ হাজার ১৫১ জন। আসনভিত্তিক ভোটার সংখ্যা বিশ্লেষণ করে দেখা গেছে এবারে মাত্র দুটি আসনে ভোটার সংখ্যা সাড়ে ৭ লাখের কাছাকাছি। দুটি আসনে ৬ লাখের বেশি। আটটি আসনে ৫ থেকে ৬ লাখ ভোটার রয়েছে। চারটি আসনে ভোটার সংখ্যা ২ লাখের কম। ৩ থেকে ৪ লাখ ভোটার রয়েছে দেড় শতাধিক আসনে। বাকি আসনগুলোতে ৪ থেকে ৬ লাখ ভোটার রয়েছে। ঝালকাঠি-১ আসনে সবচেয়ে কম ১ লাখ ৭৮ হাজার ৭৮৫ জন ভোটার। আর সবচেয়ে বেশি ভোটার রয়েছে ঢাকা-১৯ আসনে। এ আসনে মোট ভোটার ৭ লাখ ৪৭ হাজার ৩০১ জন। যা ঝালকাঠি-১ এর চারগুণের বেশি। ভোটার তালিকায় দ্বিতীয় সর্বোচ্চ ভোটার রয়েছে গাজীপুর-২ আসনে। এখানে ভোটার সংখ্যা ৭ লাখ ৪৫ হাজার ৮৪১ জন। ছয় লাখের বেশি ভোটার রয়েছে গাজীপুর-১ আসনে। এ আসনে মোট ভোটার সংখ্যা ৬ লাখ ৬৪ হাজার ৫৫৪ ও নারায়ণগঞ্জ-৪ আসনে ৬ লাখ ৫১ হাজার ১২৩ জন। পাঁচ লাখের বেশি ভোটার রয়েছে- যশোর-৩। এ আসনে মোট ভোটার ৫ লাখ ২২ হাজার ৫৬১, ময়মনসিংহ-৪ আসনে ৫ লাখ ৫৬ হাজার ৯৯৬ জন, ঢাকা-১৮ আসনে ৫ লাখ ৫৫ হাজার ৭১৩ জন, সিলেট-১ আসনে ৫ লাখ ৪৩ হাজার ৫৩০ জন, ব্রহ্মণবাড়িয়া-৩ আসনে ৫ লাখ ১৫ হাজার ১১জন, কুমিল্লা-১০ আসনে ৫ লাখ ১৬ হাজার ৩৯৪ জন, নোয়াখালী-৪ আসনে ৫ লাখ ৪৪ হাজার ৩২৯ জন, চট্টগ্রাম- ১১ আসনে মোট ভোটার ৫ লাখ ৭ হাজার ৩৫৫ জন। কোন আসনে কত ভোটার ॥ ইসির চূড়ান্ত করা আসন ভিত্তিক ভোটার তালিকায় তিনশ’ আসনের মধ্যে পঞ্চগড়-১ আসনে ৩ লাখ ৭৯ হাজার ২০২ জন। পঞ্চগড়-২ আসনে ৩ লাখ ৩৪ হাজার ৮৬৫, ঠাকুরগাঁও-১ আসনে ৪ লাখ ২২ হাজার ১২৪, ঠাকুরগাঁও-২ আসনে ২ লাখ ৭৩ হাজার ৪১৪, ঠাকুরগাঁও-৩ আসনে ৩ লাখ ১৭৪, দিনাজপুর-১ আসনে ৩ লাখ ৪৪ হাজার ৪৩, দিনাজপুর-২ আসনে ৩ লাখ ৬৫ হাজার ৬২, দিনাজপুর-৩ আসনে ৩ লাখ ৪৯ হাজার ৩৭৯, দিনাজপুর-৪ আসনে ৩ লাখ ৪২ হাজার ৮৮৪, দিনাজপুর-৫ আসনে ৩ লাখ ৯৯ হাজার ২৪১, দিনাজপুর-৬ আসনে ৪ লাখ ৬৬ হাজার ১৭২, নীলফামারী-১ আসনে ৩ লাখ ৭২ হাজার ৫৪০, নীলফামারী-২ আসনে ৩ লাখ ১১ হাজার ৬৯৯, নীলফামারী-৩ আসনে ২ লাখ ৩৬ হাজার ১৬৮, নীলফামারী-৪ আসনে ৩ লাখ ৭১ হাজার ৯৭৩, লালমনিরহাট-১ আসনে ৩ লাখ ১৮ হাজার ২৩, লালমনিরহাট-২ আসনে ৩ লাখ ৪৬ হাজার ২৮৪, লালমনিরহাট-৩ আসনে ২ লাখ ৫১ হাজার ৭৪৩, রংপুর-১ আসনে ২ লাখ ৮৭ হাজার ৯৮৪, রংপুর-২ আসনে ৩ লাখ ১২ হাজার ৮১৫, রংপুর-৩ আসনে ৪ লাখ ৪১ হাজার ৬৭৩, রংপুর-৪ আসনে ৪ লাখ ১২ হাজার ৯৫৯, রংপুর-৫ আসনে ৩ লাখ ৮৬ হাজার ৪১৪, রংপুর-৬ আসনে ২ লাখ ৯২ হাজার ৯৯৭, কুড়িগ্রাম-১ আসনে ৪ লাখ ৬১ হাজার ৪১৬, কুড়িগ্রাম-২ আসনে ৪ লাখ ৯৩ হাজার ৩৩৬, কুড়িগ্রাম-৩ আসনে ৩ লাখ ৩ হাজার ১৩, কুড়িগ্রাম-৪ আসনে ২ লাখ ৮৯ হাজার ১১৭, গাইবান্ধা-১ আসনে ৩ লাখ ৩৯ হাজার ১৪৬, গাইবান্ধা-২ আসনে ৩ লাখ ৩৪ হাজার ৫৮৪, গাইবান্ধা-৩ আসনে ৪ লাখ ১১ হাজার ৯৪২, গাইবান্ধা-৪ আসনে ৩ লাখ ৮৬ হাজার ২৪৬, গাইবান্ধা ৫ আসনে ৩ লাখ ১৩ হাজার ৭৪৬ জন ভোটার। জয়পুরহাট-১ আসনে ৩ লাখ ৯৯ হাজার ২৪৬, জয়পুরহাট-২ আসনে ৩ লাখ ৭ হাজার ৩০৩, বগুড়া-১ আসনে ৩ লাখ ১৭ হাজার ৫৪৫, বগুড়া-২ আসনে ২ লাখ ৯৬ হাজার ৪১৩, বগুড়া-৩ আসনে ২ লাখ ৯৬ হাজার ৪৫৩, বগুড়া-৪ আসনে ৩ লাখ ১২ হাজার ৮১, বগুড়া-৫ আসনে ৪ লাখ ৭৫ হাজার ৫৪৭, বগুড়া-৬ আসে ৩ লাখ ৮৭ হাজার ২৫৪, বগুড়া-৭ আসনে ৪ লাখ ৬১ হাজার ৪৭১, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে ৪ লাখ ১৬ হাজার ৫৪, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ৩ লাখ ৭৬ হাজার ৯৭২, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ৩ লাখ ৮২ হাজার ৫৫৪, নওগাঁ-১ আসনে ৪ লাখ ২ হাজার ৬শ’, নওগাঁ-২ আসনে ৩ লাখ ২২ হাজার ৩৭, নওগাঁ-৩ আসনে ৩ লাখ ৮২ হাজার ৪৮৮, নওগাঁ-৪ আসনে ২ লাখ ৮৯ হাজার ২২৬, নওগাঁ-৫ আসনে ৩ লাখ ১১ হাজার ৭০১, নওগাঁ-৬ আসনে ২ লাখ ৯৪ হাজার ৪০৮, রাজশাহী-১ আসনে ৩ লাখ ৮৩ হাজার ২৫৪, রাজশাহী-২ আসনে ৩ লাখ ১৭ হাজার ৮৫৩, রাজশাহী-৩ আসনে ৩ লাখ ৫৭ হাজার ৩৭২, রাজশাহী-৪ আসনে ২ লাখ ৭৭ হাজার ৯৯৯, রাজশাহী-৫ আসনে ৩ লাখ ১ হাজার ৫৯৪, রাজশাহী-৬ আসনে ৩ লাখ ৪ হাজার ২৭৮, নাটোর-১ আসনে ৩ লাখ ১১ হাজার ৮৬৯, নাটোর-২ আসনে ৩ লাখ ৪৩ হাজার ৯৬৬, নাটোর-৩ আসনে ২ লাখ ৭৬ হাজার ১৪৬, নাটোর-৪ আসনে ৩ লাখ ৭১ হাজার ৭৫০, সিরাজগঞ্জ-১ আসনে ৩ লাখ ৪৫ হাজার ৬৭৬, সিরাজগঞ্জ-২ আসনে ৩ লাখ ৫০ হাজার ৮৯৬, সিরাজগঞ্জ-৩ আসনে ৩ লাখ ৬৭ হাজার ৫২৯, সিরাজগঞ্জ-৪ আসনে ৩ লাখ ৯১ হাজার ১১৪, সিরাজগঞ্জ-৫ আসনে ৩ লাখ ৩৯ হাজার ৮৯৩, সিরাজগঞ্জ-৬ আসনে ৪ লাখ ১ হাজার ১৫৫, পাবনা-১ আসনে ৩ লাখ ৭৭ হাজার ৬৬৭, পাবনা-২ আসনে ৩ লাখ ৫৬৩, পাবনা-৩ আসনে ৪ লাখ ২ হাজার ৭৭৪, পাবনা-৪ আসনে ৩ লাখ ৬২ হাজার ৪৩৮, পাবনা-৫ আসনে ৪ লাখ ৩৫ হাজার ৮৮৫ জন ভোটার রয়েছেন। মেহেরপুর-১ আসনে ২ লাখ ৬৯ হাজার ৬০৫, মেহেরপুর-২ আসনে ২ লাখ ২৬ হাজার ২৮৭, কুষ্টিয়া-১ আসনে ৩ লাখ ৩৬ হাজার ১১৬, কুষ্টিয়া-২ আসনে ৩ লাখ ৯৯ হাজার ৫৮৫, কুষ্টিয়া-৩: আসনে ৩ লাখ ৭২ হাজার ৮০৫, কুষ্টিয়া-৪ আসনে ৩ লাখ ৫১ হাজার ৬৩, চুয়াডাঙ্গা-১ আসনে ৪ লাখ ৩৭ হাজার ৭৭১, চুয়াডাঙ্গা-২ আসনে ৪ লাখ ১৪ হাজার ৯৮৬, ঝিনাইদহ-১ আসনে ২ লাখ ৭৬ হাজার ২৫৪, ঝিনাইদহ-২ আসনে ৪ লাখ ২৩ হাজার ৫২৩, ঝিনাইদহ-৩ আসনে ৩ লাখ ৬০ হাজার ৮৭৯, ঝিনাইদহ-৪ আসনে ২ লাখ ৮১ হাজার ৬২২, যশোর-১ আসনে ২ লাখ ৬৩ হাজার ৫৬৪, যশোর-২ আসনে ৪ লাখ ৫ হাজার ৭৩৩, যশোর-৩ আসনে ৫ লাখ ২২ হাজার ৫৬১, যশোর-৪ আসনে ৩ লাখ ৮৬ হাজার ৮৫৪ যশোর-৫ আসনে ৩ লাখ ১৯ হাজার ৩৮, যশোর-৬ আসনে ১ লাখ ৯৩ হাজার ৫৩৪, মাগুরা-১ আসনে ৩ লাখ ৫০ হাজার ৪৮, মাগুরা-২ আসনে ৩ লাখ ৩৪ হাজার ৯২৪, নড়াইল-১ আসনে ২ লাখ ৩৮ হাজার ১৫৫, নড়াইল-২ আসনে ৩ লাখ ১৭ হাজার ৭৬৩, বাগেরহাট-১ আসনে ৩ লাখ ২ হাজার ২৩৯, বাগেরহাট-২ আসনে ২ লাখ ৮৪ হাজার ৬৮, বাগেরহাট-৩ আসনে ২ লাখ ২৬ হাজার ২১৭, বাগেরহাট-৪ আসনে ৩ লাখ ৫২২, খুলনা-১ আসনে ২ লাখ ৫৯ হাজার ৩৫৬, খুলনা-২ আসনে ২ লাখ ৯৪ হাজার ৬২, খুলনা-৩ আসনে ২ লাখ ২৬ হাজার ৩০২, খুলনা-৪ আসনে ৩ লাখ ১০ হাজার ৪৪৯, খুলনা-৫ আসনে ৩ লাখ ৪৪ হাজার ৪৮০, খুলনা-৬ আসনে ৩ লাখ ৬৬ হাজার ১৯২, সাতক্ষীরা-১ আসনে ৪ লাখ ২৩ হাজার ৩২, সাতক্ষীরা-২ আসনে ৩ লাখ ৫৬ হাজার ২৬৮, সাতক্ষীরা-৩ আসনে ৩ লাখ ৮৭ হাজার ২৯৩ এবং সাতক্ষীরা-৪ আসনে ভোটার রয়েছে ৩ লাখ ৯৩ হাজার ৭২৬ জন। বরগুনা-১ আসনে ৪ লাখ ১৪ হাজার ৩৮২, বরগুনা-২ আসনে ২ লাখ ৬৮ হাজার ৩১৬, পটুয়াখালী-১ আসনে ৩ লাখ ৯৩ হাজার ৬৬, পটুয়াখালী-২ আসনে ২ লাখ ৫১ হাজার ৮৫৮, পটুয়াখালী-৩ আসনে ২ লাখ ৯৮ হাজার ৪৯৭, পটুয়াখালী-৪ আসনে ২ লাখ ৪৯ হাজার ৪৬, ভোলা-১ আসনে ৩ লাখ ৯ হাজার ৯৩৩, ভোলা-২ আসনে ২ লাখ ৯৭ হাজার ২৩, ভোলা-৩ আসনে ২ লাখ ৯৩ হাজার ৫৪৭, ভোলা-৪ আসনে ৩ লাখ ৬৮ হাজার ৫৫৩, বরিশাল-১ আসনে ২ লাখ ৫৮ হাজার ১৫, বরিশাল-২ আসনে ৩ লাখ ২ হাজার ৫৭১, বরিশাল-৩ আসনে ২ লাখ ৫৩ হাজার ৬৪৯, বরিশাল-৪ আসনে ৩ লাখ ২৩ হাজার ৫৬৫, বরিশাল-৫ আসনে ৩ লাখ ৯৭ হাজার ২৩০, বরিশাল-৬ আসনে ২ লাখ ৪৫ হাজার ৫২৫, ঝালকাঠি-১ আসনে ১ লাখ ৭৮ হাজার ৭৮৫, ঝালকাঠি-২ আসনে ২ লাখ ৯০ হাজার ৩৩০, পিরোজপুর-১ আসনে ৪ লাখ ১৮ হাজার ৯৭৪, পিরোজপুর-২ আসনে ২ লাখ ২০ হাজার ৫০৮, এবং পিরোজপুর-৩ আসনে ১ লাখ ৮৯ হাজার ৭৬৩ জন ভোটার। টাঙ্গাইল-১ আসনে ৩ লাখ ৬৫ হাজার ৭৪৭, টাঙ্গাইল-২ আসনে ৩ লাখ ৪৮ হাজার ৫২৪, টাঙ্গাইল-৩ আসনে ৩ লাখ ১৭ হাজার ৯৯১, টাঙ্গাইল-৪ আসনে ৩ লাখ ১২ হাজার ৪১৫, টাঙ্গাইল-৫ আসনে ৩ লাখ ৮০ হাজার ২৭৯, টাঙ্গাইল-৬ আসনে ৩ লাখ ৯০ হাজার ৫৯৬, টাঙ্গাইল-৭ আসনে ৩ লাখ ২২ হাজার ৬৭৪, টাঙ্গাইল-৮ আসনে ৩ লাখ ৪৬ হাজার ৬৪৫, জামালপুর-১ আসনে ৩ লাখ ৪৬ হাজার ১৭০, জামালপুর-২ আসনে ২ লাখ ২১ হাজার ১৭৮, জামালপুর-৩ আসনে ৪ লাখ ২৪ হাজার ৯৫০, জামালপুর-৪ আসনে ২ লাখ ৫২ হাজার ৬৫২, জামালপুর-৫ আসনে ৪ লাখ ৬৯ হাজার ৮১৮, শেরপুর-১ আসনে ৩ লাখ ৬১ হাজার ৫৩, শেরপুর-২ আসনে ৩ লাখ ৪৯ হাজার ১৩৬, শেরপুর-৩ আসনে ৩ লাখ ২৫ হাজার ৩৯৪, ময়মনসিংহ-১ আসনে ৩ লাখ ৭৭ হাজার ২৬৮, ময়মনসিংহ-২ আসনে ৪ লাখ ৫০ হাজার ৩৬০, ময়মনসিংহ-৩ আসনে ২ লাখ ৩৪ হাজার ৫৮৮, ময়মনসিংহ-৪ আসনে ৫ লাখ ৫৬ হাজার ৯৯৬, ময়মনসিংহ-৫ আসনে ৩ লাখ ৬ হাজার ৪৭৯, ময়মনসিংহ-৬ আসনে ৩ লাখ ২৫ হাজার ৭২২, ময়মনসিংহ-৭ আসনে ৩ লাখ ১৫ হাজার ৪৭৮, ময়মনসিংহ-৮ আসনে ২ লাখ ৭১ হাজার ১৮৫, ময়মনসিংহ-৯ আসনে ২ লাখ ৯৪ হাজার ১০৮, ময়মনসিংহ-১০ আসনে ৩ লাখ ২৪ হাজার ২৯৬, ময়মনসিংহ-১১ আসনে ২ লাখ ৯৪ হাজার ৬৪১, নেত্রকোনা-১ আসনে ৩ লাখ ৫৩ হাজার ৮৩, নেত্রকোনা-২ আসনে ৩ লাখ ৯৬ হাজার ২০৭, নেত্রকোনা-৩ আসনে ৩ লাখ ৩৪ হাজার ৪৪৯, নেত্রকোনা-৪ আসনে ২ লাখ ৯৮ হাজার ২০৮, নেত্রকোনা-৫ আসনে ২ লাখ ২৪ হাজার ৫৩৫, কিশোরগঞ্জ-১ আসনে ৪ লাখ ৩০ হাজার ৮৪, কিশোরগঞ্জ-২ আসনে ৪ লাখ ১৭ হাজার ২৬৫, কিশোরগঞ্জ-৩ আসনে ৩ লাখ ৪৭ হাজার ১৫৮, কিশোরগঞ্জ-৪ আসনে ৩ লাখ ২০ হাজার ২৩৬, কিশোরগঞ্জ-৫ আসনে ২ লাখ ৭৮ হাজার ৬১৩, কিশোরগঞ্জ-৬ আসনে ৩ লাখ ৩২ হাজার ৬১৪, মানিকগঞ্জ-১ আসনে ৩ লাখ ৮৪ হাজার ৫৮৭, মানিকগঞ্জ-২ আসনে ৪ লাখ ৬ হাজার ১৯৫, মানিকগঞ্জ-৩ আসনে ৩ লাখ ১৯ হাজার ৪১৫, মুন্সীগঞ্জ-১ আসনে ৪ লাখ ৪০ হাজার ৪৫০, মুন্সীগঞ্জ-২ আসনে ৩ লাখ ৫ হাজার ৯৯৭, মুন্সীগঞ্জ-৩ আসনে ৪ লাখ ১৬ হাজার ৫৪১, ঢাকা-১ আসনে ৪ লাখ ৪০ হাজার ৪০৭, ঢাকা-২ আসনে ৪ লাখ ৯৪ হাজার ৩১৩, ঢাকা-৩ আসনে ৩ লাখ ১১ হাজার ৬৪৭, ঢাকা-৪ আসনে ২ লাখ ৪৫ হাজার ৯০৮, ঢাকা-৫ আসনে ৪ লাখ ৫০ হাজার ৭২৫, ঢাকা-৬ আসনে ২ লাখ ৬৯ হাজার ২৭৬, ঢাকা-৭ আসনে ৩ লাখ ২৮ হাজার ২৬৯, ঢাকা-৮ আসনে ২ লাখ ৬৪ হাজার ৮৯৩, ঢাকা-৯ আসনে ৪ লাখ ২৫ হাজার ৫৭১, ঢাকা-১০ আসনে ৩ লাখ ১৩ হাজার ৭৫৮, ঢাকা-১১ আসনে ৪ লাখ ১৫ হাজার ৫৫৫, ঢাকা-১২ আসনে ৩ লাখ ৩৯ হাজার ৯৩৮, ঢাকা-১৩ আসনে ৩ লাখ ৭২ হাজার ৭৬৯, ঢাকা-১৪ আসনে ৪ লাখ ৬ হাজার ৫৩৪, ঢাকা-১৫ আসনে ৩ লাখ ৪০ হাজার ৫২৮, ঢাকা-১৬ আসনে ৩ লাখ ৭৪ হাজার ৩৪০, ঢাকা-১৭ আসনে ৩ লাখ ১৩ হাজার ৯৯৮, ঢাকা-১৮ আসনে ৫ লাখ ৫৫ হাজার ৭১৩, ঢাকা-১৯ আসনে ৭ লাখ ৪৭ হাজার ৩০১, ঢাকা-২০ আসনে ৩ লাখ ২০ হাজার ১৪৫, গাজীপুর-১ আসনে ৬ লাখ ৬৪ হাজার ৫৫৪, গাজীপুর-২ আসনে ৭ লাখ ৪৫ হাজার ৮৪১, গাজীপুর-৩ আসনে ৪ লাখ ৩৬ হাজার ৬৪৩, গাজীপুর-৪ আসনে ২ লাখ ৬৭ হাজার ১৮৭, গাজীপুর-৫ আসনে ৩ লাখ ২ হাজার ৪৭৮, নরসিংদী-১ আসনে ৩ লাখ ৮০ হাজার ৩০, নরসিংদী-২ আসনে ২ লাখ ৩৪ হাজার ৩১১, নরসিংদী-৩ আসনে ২ লাখ ২৪ হাজার ৫৩২, নরসিংদী-৪ আসনে ৩ লাখ ৪১ হাজার ৬৫৭, নরসিংদী-৫ আসনে ৩ লাখ ৭১ হাজার ৪৪০, নারায়ণগঞ্জ-১ আসনে ৩ লাখ ৪৯ হাজার ৭৯০, নারায়ণগঞ্জ-২ আসনে ২ লাখ ৮৩ হাজার ৮৬৭, নারায়ণগঞ্জ-৩ আসনে ৩ লাখঝ ৩ হাজার ৮৩৭, নারায়ণগঞ্জ-৪ আসনে ৬ লাখ ৫১ হাজার ১২৩, নারায়ণগঞ্জ-৫ আসনে ৪ লাখ ৪৫ হাজার ৬১৬, রাজবাড়ী-১ আসনে ৩ লাখ ৪৬ হাজার ৫৫১, রাজবাড়ী-২ আসনে ৪ লাখ ৬২ হাজার ১৩৮, ফরিদপুর-১ আসনে ৪ লাখ ২২ হাজার ৬৮৫, ফরিদপুর-২ আসনে ২ লাখ ৮৭ হাজার ১৩৫, ফরিদপুর-৩ আসনে ৩ লাখ ৪১ হাজার ১৫৫, ফরিদপুর-৪ আসনে ৩ লাখ ৭০ হাজার ৬৬৬, গোপালগঞ্জ-১ আসনে ৩ লাখ ২১ হাজার ১৩০, গোপালগঞ্জ-২ আসনে ৩ লাখ ১১ হাজার ৮২০, গোপালগঞ্জ-৩ আসনে ২ লাখ ৪৬ হাজার ৫১৪, মাদারীপুর-১ আসনে ২ লাখ ৪৫ হাজার ২৪৪, মাদারীপুর-২ আসনে ৩ লাখ ৪৭ হাজার ১৬০, মাদারীপুর-৩ আসনে ২ লাখ ৯৭ হাজার ৯৫৫, শরীয়পুর-১ আসনে ২ লাখ ৯৫ হাজার ৬৫০, শরীয়পুর-২ আসনে ২ লাখ ৩৪ হাজার ৩৫৯, শরীয়পুর-৩ আসনে ভোটার সংখ্যা রয়েছে ৩ লাখ ৩১ হাজার ৯৯ জন। সুনামগঞ্জ-১ আসনে ৩ লাখ ৯৮ হাজার ৯৯৪, সুনামগঞ্জ-২ আসনে ২ লাখ ৫০ হাজার ৬৮৩, সুনামগঞ্জ-৩ আসনে ২ লাখ ৯২ হাজার ৫১১, সুনামগঞ্জ-৪ আসনে ২ লাখ ৮৮ হাজার ৯৯৩, সুনামগঞ্জ-৫ আসনে ৪ লাখ ১৫ হাজার ৮৮৫, সিলেট-১ আসনে ৫ লাখ ৪৩ হাজার ৫৩০, সিলেট-২ আসনে ২ লাখ ৮৬ হাজার ৩৮০, সিলেট-৩ আসনে ৩ লাখ ২২ হাজার ২৯৩, সিলেট-৪ আসনে ৩ লাখ ৮২ হাজার ৪০১, সিলেট-৫ আসনে ৩ লাখ ২৪ হাজার ৩১২, সিলেট-৬ আসনে ৩ লাখ ৯৩ হাজার ৮৮৫, মৌলভীবাজার-১ আসনে ২ লাখ ৬৫ হাজার ৮০৯, মৌলভীবাজার-২ আসনে ২ লাখ ৪১ হাজার ১৬১, মৌলভীবাজার-৩ আসনে ৩ লাখ ৯১ হাজার ২৬৮, হবিগঞ্জ-১ আসনে ৩ লাখ ৬৪ হাজার ৯৭৭, হবিগঞ্জ-২ আসনে ৩ লাখ ৬ হাজার ৯৭২, হবিগঞ্জ-৩ আসনে ৩ লাখ ২৬ হাজার ৫৯৩, হবিগঞ্জ-৪ আসনে ৪ লাখ ২৭ হাজার ৫২৫ জন ভোটার। ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে ২ লাখ ১৩ হাজার ৯৭৩, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ৩ লাখ ৩৫ হাজার ৭৪৬, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে ৫ লাখ ১৫ হাজার ১১, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে ৩ লাখ ২৬ হাজার ৯৫৩, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে ৩ লাখ ৪৩ হাজার ৭৬৫, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে ২ লাখ ১৭ হাজার ৩৩৪, কুমিল্লা-১ আসনে ৩ লাখ ৪৭ হাজার ৫, কুমিল্লা-২ আসনে ২ লাখ ৮৯ হাজার ৯৪৯, কুমিল্লা-৩ আসনে ৩ লাখ ৮৩ হাজার ৮৫, কুমিল্লা-৪ আসনে ৩ লাখ ১৬ হাজার ৭০৫, কুমিল্লা-৫ আসনে ৩ লাখ ৬৮ হাজার ৬৮০, কুমিল্লা-৬ আসনে ৪ লাখ ১৫ হাজার ৮০১, কুমিল্লা-৭ আসনে ২ লাখ ৫৪ হাজার ১৭৩, কুমিল্লা-৮ আসনে ২ লাখ ৯৬ হাজার ৬৪৮, কুমিল্লা-৯ আসনে ৩ লাখ ৬ হাজার ১৮৭৪, কুমিল্লা-১০ আসনে ৫ লাখ ১৬ হাজার ৩৯৪, কুমিল্লা-১১ আসনে ৩ লাখ ২৮ হাজার ১৬০, চাঁদপুর-১ আসনে লাখ ২৬ হাজার ৫৪৫০, চাঁদপুর-২ আসনে ৩ লাখ ৯৩ হাজার ৭৪, চাঁদপুর-৩ আসনে ৪ লাখ ৩০ হাজার ২৫৭, চাঁদপুর-৪ আসনে ৩ লাখ ৯ হাজার ৭৬৮, চাঁদপুর-৫ আসনে ৪ লাখ ৮ হাজার ৪২৮, ফেনী-১ আসনে ৩ লাখ ৪ হাজার ৮৯২, ফেনী-২ আসনে ৩ লাখ ৪৭ হাজার ৬৮২, ফেনী-৩ আসনে ৩ লাখ ৯৩ হাজার ২৫০, নোয়াখালী-১ আসনে ৩ লাখ ৪৭ হাজার ৬৫১, নোয়াখালী-২ আসনে ২ লাখ ৭৩ হাজার ৭৮৮, নোয়াখালী-৩ আসনে ৩ লাখ ৯২ হাজার ২৯৮, নোয়াখালী-৪ আসনে ৫ লাখ ৪৪ হাজার ৩২৯, নোয়াখালী-৫ আসনে ৩ লাখ ৩১ হাজার ৭৩৫, নোয়াখালী-৬ আসনে ২ লাখ ৫৮ হাজার ৮২০, লক্ষ্মীপুর-১ আসনে ১ লাখ ৯৬ হাজার ৪২৮, লক্ষ্মীপুর-২ আসনে ৩ লাখ ৭২ হাজার ২৭৩, লক্ষ্মীপুর-৩ আসনে ৩ লাখ ৩০ হাজার ৭৯৭, লক্ষ্মীপুর-৪ আসনে ৩ লাখ ১০ হাজার ৮২৮, চট্টগ্রাম-১ আসনে ৩ লাখ ১৪ হাজার ৯৮৫, চট্টগ্রাম-২ আসনে ৩ লাখ ৬৯ হাজার ১২১, চট্টগ্রাম-৩ আসনে ২ লাখ ২ হাজার ৬২৫, চট্টগ্রাম-৪ আসনে ৩ লাখ ৯৩ হাজার ২৩৭, চট্টগ্রাম-৫ আসনে ৪ লাখ ৩০ হাজার ২৭, চট্টগ্রাম-৬ আসনে ২ লাখ ৭০ হাজার ৪৯২, চট্টগ্রাম-৭ আসনে ২ লাখ ৬৯ হাজার ২৯১, চট্টগ্রাম-৮ আসনে ৪ লাখ ৮৩ হাজার ১৪৫, চট্টগ্রাম-৯ আসনে ৩ লাখ ৯০ হাজার ৩৬৩, চট্টগ্রাম-১০ আসনে ৪ লাখ ৬৯ হাজার ২৪৬, চট্টগ্রাম-১১ আসনে ৫ লাখ ৭ হাজার ৩৫৫, চট্টগ্রাম-১২ আসনে ২ লাখ ৮৫ হাজার ৮৭২, চট্টগ্রাম-১৩ আসনে ৩ লাখ ১০ হাজার ৪৬০, চট্টগ্রাম-১৪ আসনে ২ লাখ ৪৯ হাজার ৫, চট্টগ্রাম-১৫ আসনে ৩ লাখ ৮৮ হাজার ১৩৭, চট্টগ্রাম-১৬ আসনে ৩ লাখ ৩ হাজার ৭২, কক্সবাজার-১ আসনে ৩ লাখ ৯০ হাজার ৬৭৫, কক্সবাজার-২ আসনে ২ লাখ ৯৬ হাজার ৯৬, কক্সবাজার-৩ আসনে ৪ লাখ ১৪ হাজার ১৮৫, কক্সবাজার-৪ আসনে ২ লাখ ৬৫ হাজার ৮২৪, পার্বত্য খাগড়াছড়ি ৪ লাখ ৪১ হাজার ৭৪৩, পার্বত্য রাঙ্গামাটি: ৪ লাখ ১৮ হাজার ২১৫ ও পার্বত্য বান্দরবান: ২ লাখ ৪৬ হাজার৬৫৩ জন ভোটার রয়েছে আসন ভিত্তিক তালিকায়। ইসি কর্মকর্তারা জানিয়েছেন আসন ভিত্তিক তালিকার সিডি ইতোমধ্যে মাঠ পর্যায়ে পাঠিয়ে দেয়া হয়েছে।
×