ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

র‌্যাব মোটেই হতোদ্যম নয় ॥ বেনজীর

প্রকাশিত: ০৮:০৩, ১৩ অক্টোবর ২০১৮

 র‌্যাব মোটেই হতোদ্যম নয় ॥ বেনজীর

স্টাফ রিপোর্টার ॥ চট্টগ্রামে দায়িত্ব পালনকালে চার সদস্য গুলিবিদ্ধ হয়ে আহতের ঘটনায় র‌্যাব মোটেই হতোদ্যম নয়, বরং মাদকবিরোধী অভিযান আরও বেগবান ও শক্তিশালী করার কথা জানিয়েছেন র‌্যাব মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ। শুক্রবার রাতে রাজধানীর সিএমএইচে চিকিৎসাধীন র‌্যাব সদস্যদের দেখতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আহত চার সদস্যের মধ্যে তিনজনকে হেলিকপ্টারে চট্টগ্রাম সিএমএইচ থেকে ঢাকার সিএমএইচে আনা হয়। র‌্যাব মহাপরিচালক বলেন, গত পাঁচ মাসের মাদকবিরোধী অভিযানে আমরা প্রায় সাড়ে তিন শ’ কোটি টাকার ইয়াবাসহ বিভিন্ন মাদক জব্দ করেছি। ১৭ হাজার মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। এর ফলে বাংলাদেশে মাদকের প্রকোপ অনেকটাই কমে গেছে। প্রকাশ্যে মাদক কেনা-বেচার যে অভিযোগ ছিল এখন আর নেই। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখব, যতদিন প্রয়োজন মনে করি। গুলিবিদ্ধ হয়ে র‌্যাবের চার সদস্যের আহতের ঘটনায় মোটেই হতোদ্যম নই উল্লেখ করে র‌্যাব ডিজি বলেন, বরং এ অপারেশন আরও বেগবান ও শক্তিশালী করব।
×