ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রামাণ্য চলচ্চিত্র ‘বায়োগ্রাফি অব নজরুল’

প্রকাশিত: ০৬:৪০, ১৩ অক্টোবর ২০১৮

প্রামাণ্য চলচ্চিত্র ‘বায়োগ্রাফি অব নজরুল’

সংস্কৃতি ডেস্ক ॥ বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র ‘বায়োগ্রাফি অব নজরুল’ এর চিত্রগ্রহণের কাজ শুরু হয়েছে। নজরুলের কিশোর স্মৃতি বিজড়িত ময়মনসিংহের ত্রিশালের নামাপাড়ায় নজরুল কেন্দ্রে ‘বায়োগ্রাফি অব নজরুল’ চলচ্চিত্রের মহরত হয়। এতে উপস্থিত ছিলেন নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক ইকরাম উদ্দিন আহমেদ এবং কবি কাজী নজরুল ইসলামের লজিং অভিভাবক বিচুতিয়া ব্যাপারির পরিবারের সদস্যরা। ‘বায়োগ্রাফি অব নজরুল’ প্রসঙ্গে পরিচালক ফেরদৌস খান বলেন, ত্রিশাল ছিল নজরুলের জীবনের প্রথম টার্নিং পয়েন্ট। এখানকার কাজীর সিমলা গ্রামের দারোগা রফিজ উল্লাহ যিনি বিদ্যালয়ে পড়াশোনা ছেড়ে দিয়ে আসানসোলের রুটির দোকানে কাজ করা দুখু মিয়াকে সঙ্গে নিয়ে এসে দরিরামপুর স্কুলে ভর্তি করান। শুরু হলো আবার পড়াশোনা। এমনটা না হলে নজরুলের জীবন তো অন্যরকমও হতে পারত! সুতরাং সেই গুরুত্ব বিবেচনায় ‘বায়োগ্রাফি অব নজরুল’ এর শূটিং শুরুর স্থান হিসেবে আমি ত্রিশালকে বেছে নিয়েছি। দরিরামপুর স্কুল, সুকনির বিল, বটতলাসহ নানা স্থান যা নজরুল স্মৃতিকে ধারণ করা হচ্ছে বলে জানান তিনি। ফেরদৌস খান দুই দশক ধরে গল্প উপন্যাস লেখালেখির পাশাপাশি নজরুল ও অন্যান্য গুণী ব্যক্তিদের বায়োগ্রাফি নিয়ে কাজ করেছেন। ২০০০ ও ২০০১ সালের দিকে তিনি ছোটদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, স্বামী বিবেকানন্দ, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান এর জীবনী গ্রন্থ লেখেন। তাঁর লেখা নজরুল জীবনী গ্রন্থটি অনেক পাঠক প্রিয় হয়।তিনি লেখালেখির পাশাপাশি তথ্যচিত্র ও বিজ্ঞাপনচিত্র নির্মাণ করেন।
×