ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নিউইয়র্কে ‘হুমায়ূন মেলা’ অনুষ্ঠিত

প্রকাশিত: ০৬:৩৯, ১৩ অক্টোবর ২০১৮

নিউইয়র্কে ‘হুমায়ূন মেলা’ অনুষ্ঠিত

সংস্কৃতি ডেস্ক ॥ কিংবদন্তি শিল্পস্রষ্টা হুমায়ূন আহমেদ। সম্প্রতি এই লেখক স্মরণে নিউইয়র্কে হয়ে গেল হুমায়ূন মেলা। উডসাইডের কুইন্স প্যালেসে দুই দিনব্যাপী মেলার উদ্বোধন করেন হুমায়ূন আহমেদের স্ত্রী কণ্ঠশিল্পী ও চলচ্চিত্র নির্মাতা মেহের আফরোজ শাওন। হুমায়ূন আহমেদের সাহিত্য কর্মের ইংরেজীসহ অধিক মানুষের পাঠপোযোগী ভাষায় অনুবাদের ওপর গুরুত্বারোপ করা হয়েছে এই মেলায়। এ লক্ষ্যে আগামী বছর নিউইয়র্কে তিন দিনব্যাপী ‘আন্তর্জাতিক হুমায়ূন সম্মেলন’ করার ঘোষণাও দেয়া হয়েছে। আর এ পরিকল্পনা বাস্তবায়নে সর্বাত্মক সহায়তার অঙ্গীকার করেছে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস এবং নিউইয়র্কে বাংলাদেশের কন্স্যুলেট জেনারেল। নিউইয়র্ক তথা আমেরিকায় সাহিত্য-সংস্কৃতির অন্যতম পৃষ্ঠপোষক ইঞ্জিনিয়ার আবু হানিফ এবং মোহাম্মদ শাহনেওয়াজ ও হুমায়ূন মেলার উদ্যোক্তা ‘শো-টাইম মিউজিকে’র আলমগীর খান আলমের উদ্যোগে একান্ত সহযোগী হয়ে পাশে থাকার কথা বলেছেন। মেলায় ‘মুক্তিযুদ্ধ ও হুমায়ূন আহমেদ’ এবং ‘হুমায়ূন আহমেদের কথাসাহিত্য’ শীর্ষক দুটি সেমিনার অনুষ্ঠিত হয়। আলোচনা ও স্মৃতিচারণ করেন একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক জ্যোতিপ্রকাশ দত্ত, কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম, প্রবীণ সাংবাদিক সৈয়দ মুহম্মদ উল্লাহ, কথাসাহিত্যিক পূরবী বসু, ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের উপ-প্রধান ও কবি মাহবুব হাসান সালেহ, কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা এবং বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, কথাসাহিত্যিক সিনহা মনসুর, আগামী প্রকাশনীর কর্ণধার ওসমান গণি, কবি ও কথাসাহিত্যিক কাজী জহিরুল ইসলাম, পিপল এন টেক ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা প্রকৌশলী আবু হানিফ, নিউইয়র্ক ইন্স্যুরেন্সের কর্ণধার শাহনেওয়াজ প্রমুখ। এ উপলক্ষে মেলা প্রাঙ্গণে হুমায়ূনের বইয়েরও একটি প্রদর্শনী হয়। হুমায়ূন আহমেদের কাহিনী অবলম্বনে মেহের আফরোজ শাওনের কৃষ্ণপক্ষ মেলায় প্রদর্শিত হয়। মেলায় হুমায়ূনের প্রিয় গান পরিবেশন করেন এস আই টুটুল, মেহের আফরোজ শাওন, সায়রা রেজা, রানু নেওয়াজ, কৃষ্ণা তিথি, শাহ মাহবুব, কামরুজ্জামান বকুল, চন্দন চৌধুরী এবং সেলিম ইব্রাহিম। উল্লেখ্য, বিভিন্ন পর্বে এই মেলাটি সঞ্চালনা করেন সাংবাদিক শামীম আল আমিন।
×