ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লিটন শিকদারের পূজার এ্যালবাম ‘ঘুম নেই দুটি চোখে’

প্রকাশিত: ০৬:৩৮, ১৩ অক্টোবর ২০১৮

 লিটন শিকদারের পূজার এ্যালবাম ‘ঘুম নেই দুটি চোখে’

স্টাফ রিপোর্টার ॥ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দ্বিতীয় একক এ্যালবাম নিয়ে হাজির হচ্ছেন বাগেরহাটের হাকিমপুর শিকদার বাড়ির সন্তান, দেশের প্রতিভাবান গীতিকবি ও বিশিষ্ট সমাজসেবক লিটন শিকদার। ‘ঘুম নেই দুটি চোখে’ শিরোনামের এই এ্যালবামে লিটন শিকদারের লেখা মোট ১০টি গান থাকছে। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী মনির খান। গানগুলোর সুরও করেছেন মনির খান। এই এ্যালবামের মাধ্যমে দীর্ঘ তিন বছর পর শ্রোতাদের মাঝে ফিরছেন মনির খান। লিটন শিকদারের এই এ্যালবামের গানগুলোর জন্য সঙ্গীতায়োজন করেছেন কলকাতা প্রবাসী বাংলাদেশের মিউজিক কম্পোজার বিনোদন রায়। কলকাতায় নিজস্ব স্টুডিওতে তিনি গানগুলো কম্পোজ করেছেন। ইতোমধ্যে নির্মাতা এম আর মিজানের পরিচালনায় এ্যালবামের ১০টি গানেরই ভিডিও নির্মিত হয়েছে। এ্যালবামের গানের শিরোনামগুলো হলো ‘তোমায় নিয়ে আমি কখনও ভাবিনি’, ‘ভালবেসে যে ক্ষতি করেছো আমায়’, ‘ও বন্ধু রে ও বন্ধু রে ভালবেসে থাকো কোন দূরে’, ‘ঘুম নেই দুটি চোখে’, ‘দেখা হলো তোমারই সাথে বসন্ত মেলায়’, ‘এই জীবন চলার পথ একদিন হয়ে যাবে শেষ’, ‘হাসনাহেনা ফুল সুবাসে মায়াময় নির্জনতায়’, ‘ও দয়াল ও দয়াল’, ‘তোমার দুচোখে জল যেন আর না ঝরে’ এবং ‘তোমার স্বপ্নের বাগানে ফুল হয়ে ফুটেছি’। এ্যালবাম প্রসঙ্গে গীতিকবি লিটন শিকদার বলেন, অনুভূতি বলে বোঝানো সম্ভব নয়। আমার এই এ্যালবামে যিনি গান করেছেন তিনি আমার বড় ভাই, শ্রদ্ধেয় মনির খান। আমার বন্ধু। এক সঙ্গে আমরা অনেক সময় কাটাই। তিনি হঠাৎ একদিন বললেন লিটন দা আপনি আমাকে কয়েকটা গান দেন আমি আপনার লেখা গান করব। আসলে সে দিনই অবাক হয়েছি যে, তিনি আমার কাছে গান চেয়েছেন। তিনি আমার লেখা গান গেয়েছেন এটা আমার জন্য অনেক বড় পাওয়া। তবে তার কণ্ঠে আমার লেখা গান শুনে শ্রোতারা যে রিএ্যাক্ট করবে সেটা দেখার অপেক্ষায় আছি। এর চেয়ে আমার আর পাওয়ার কিছু নেই। সাম্প্রতিক সময়ে সাধারণত যে ধরনের গান চলে, বিশেষ করে মাঠে, ঘাটে বাটে যে ধরনের গান বাজে, মনির খান ভাইয়ের গানগুলো সেব থেকে একেবারে আলাদা। মনির ভাই সব সময় মার্জিত গান গেয়ে থাকেন। এই এ্যালবামেও ওই ধরনের মার্জিত গান রয়েছে। আশা করি গানগুলো শ্রোতাদের ভাল লাগবে। এ্যালবাম প্রসঙ্গে মনির খান বলেন, তিন বছর পর আমার নতুন এ্যালবাম বেরোচ্ছে। লিটন ভাই খুব ভাল লিখেছেন। এক বছর ধরে আমরা গানগুলো নিয়ে কাজ করেছি। যারা আমার গান শুনতে ভালবাসেন, যাদের কারণে আজ আমি মনির খান তারা আমার গানগুলো আগের মতোই উপভোগ করবেন।
×