ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মাছের গান!

প্রকাশিত: ০৬:৩৫, ১৩ অক্টোবর ২০১৮

 মাছের গান!

মাছ কি আবার গান গাইতে পারে নাকি! অবিশ্বাস্য হলেও বিশেষ এক ধরনের মাছ গান গাইতে পারে বিজ্ঞানীরা তেমনই বলেছেন। ক্যালিফোর্নিয়ার কিছু হাউসবোটের বাসিন্দারা গভীর রাতে এক ধরনের অদ্ভুত আওয়াজ শুনতে পান। পানির গভীর থেকে ভেসে আসা এমন অদ্ভুত আওয়াজকে অনেকেই ভেবেছিলেন ভিনগ্রহের প্রাণীদের আওয়াজ। পরে বোঝা যায়, পানির নিচ থেকে ভেসে আসা এই শব্দ আসলে মিডশিপম্যান নামক এক ধরনের মাছের। সারা রাত ধরে যে আওয়াজ ভেসে আসে তা আসলে এই মাছের গান। ‘জার্নাল অব কারেন্ট বায়োলজি’-তে প্রকাশিত এক প্রতিবেদনে মার্কিন বিজ্ঞানীরা জানিয়েছেন এই সঙ্গীতের পেছনে যে হরমোন কাজ করে তা দুষ্প্রাপ্য নয়। এই গানটা গায় সাধারণত পুরুষ মাছ। কিন্তু স্ত্রী মাছও গান গাইতে সক্ষম। শরীরের ভেতরে থাকা বায়োলজিক্যাল ঘড়ি গানের সুর-তাল নির্ণয় করে বলে জানান বিজ্ঞানী এ্যান্ড্রু বাসের। বিজ্ঞানীরা তিন দশক ধরে এই গবেষণা করছেন। সূত্র : কিডস নিউজ
×