ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নারী ক্রিকেট টি২০ র‌্যাঙ্কিং নবম স্থানে বাংলাদেশ

প্রকাশিত: ০৫:৪১, ১৩ অক্টোবর ২০১৮

 নারী ক্রিকেট টি২০ র‌্যাঙ্কিং  নবম স্থানে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ানডের র‌্যাঙ্কিং আগে থেকেই ছিল। সেই র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দলের অবস্থান আছে নবম। এবার টি২০ র‌্যাঙ্কিংও ঘোষণা করল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। প্রথমবারের মত ঘোষিত এই স্বল্প ওভারের খেলার র‌্যাঙ্কিংয়েও নবম স্থানে আছে বাংলাদেশ। চলতি বছরের জুন থেকে সব টি২০ ম্যাচকেই আন্তর্জাতিক মর্যাদা দেয়া হচ্ছে। সেই জুন থেকেই দলগুলোর হিসেব টানা হয়েছে। তাতে ২৭ ম্যাচে ৫২০৯ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। রেটিং ১৯৩। র‌্যাঙ্কিং ৯। শুক্রবার দুপুরে এক বিবৃতির মাধ্যমে ৪৬ দলের একটি তালিকা প্রকাশ করে আইসিসি। তাতে বাংলাদেশের অবস্থান নবমে আছে। আসন্ন টি২০ বিশ্বকাপে খেলা ১০ দলের সবাই আছে সেরা দশে। প্রথমবারের মতো প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে সবার ওপরে আছে অস্ট্রেলিয়া। ২৮০ রেটিং নিয়ে শীর্ষস্থানে আছে তারা। মাত্র তিন রেটিং কম নিয়ে (২৭৭) দুই নম্বরে আছে নিউজিল্যান্ড। ২৭৬ রেটিং নিয়ে তৃতীয় স্থানে আছে ইংল্যান্ড। শীর্ষ পাঁচে বাকি দুই দল ওয়েস্ট ইন্ডিজ (রেটিং ২৫৯) ও ভারত (রেটিং ২৪৯)। এছাড়া প্রথম দশের অন্য দলগুলো হলো দক্ষিণ আফ্রিকা (রেটিং ২৪৩), পাকিস্তান (রেটিং ২২৭), শ্রীলঙ্কা (রেটিং ২০৭), বাংলাদেশ (রেটিং ১৯৩) ও আয়ারল্যান্ড (রেটিং ১৮৮)। র‌্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষ ২০ ব্যাটসম্যানের মধ্যে বাংলাদেশের কেউ জায়গা পাননি। তবে বোলার র‌্যাঙ্কিংয়ের ১০ জনের মধ্যে বাংলাদেশের দুইজন জায়গা পেয়েছেন। এরা হলেন রুমানা আহমেদ (৭ নম্বর) ও নাহিদা আক্তার (৯ নম্বর)। এছাড়া অধিনায়ক সালমা খাতুন আছেন ১৭ নম্বরে। নবেম্বরে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে নারী টি২০ ক্রিকেট বিশ্বকাপ। এ বিশ্বকাপের মাধ্যমে র‌্যাঙ্কিংয়েও পালাবদল দেখা যাবে। বাংলাদেশ নারী ক্রিকেট দল এরই মধ্যে ঘোষণা করা হয়েছে। ঘোষিত চূড়ান্ত দলে ১৫ ক্রিকেটার সুযোগ পেয়েছেন। চূড়ান্ত দলে থাকা বাংলাদেশ ক্রিকেটাররা হচ্ছেন সালমা খাতুন, রুমানা আহমেদ, জাহানারা আলম, ফারজানা হক, খাদিজা তুল কুবরা, ফাহিমা খাতুন, আয়েশা রহমান, শামিমা সুলতানা, নাহিদা আক্তার, পান্না ঘোষ, রিতু মনি, সানজিদা ইসলাম, নিগার সুলতানা, লতা ম ল, শারমিন আক্তার। বিশ্বকাপ শুরু হবে ৯ নবেম্বর। শেষ হবে ২৪ নবেম্বর। বাংলাদেশ ‘এ’ গ্রুপে রয়েছে। বিশ্বকাপের বাছাইপর্ব খেলে বাংলাদেশ মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে আছে বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। ৪ নবেম্বর প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ৬ নবেম্বর পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে খেলবে সালমা খাতুনের দল। ৯ নবেম্বর বিশ্বকাপের মিশনে নামবে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়াই করবে। এরপর ১২ নবেম্বর ইংল্যান্ডের, ১৪ নবেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ। গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে ১৮ নবেম্বর মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। ২২ নবেম্বর হবে সেমিফাইনাল দুটি। ২৪ তারিখ ফাইনাল হবে। এ বিশ্বকাপে বাংলাদেশ কেমন করে এর ওপর র‌্যাঙ্কিংয়ের অবস্থানও বোঝা যাবে। প্রথমবারের মতো ঘোষিত টি২০ র‌্যাঙ্কিংয়ে নবম স্থানে আছে বাংলাদেশ। তা এখন ধরে রাখতে পারে কিনা সেটিই দেখার বিষয়।
×