ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জিম্বাবুইয়ের বিপক্ষে টেস্টে নেতৃত্ব দেবেন মাহমুদুল্লাহ

প্রকাশিত: ০৫:৪১, ১৩ অক্টোবর ২০১৮

  জিম্বাবুইয়ের বিপক্ষে টেস্টে নেতৃত্ব দেবেন মাহমুদুল্লাহ

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ও জিম্বাবুইয়ের মধ্যকার দেশের মাটিতে তিন ওয়ানডে ও দুই টেস্ট ম্যাচের সিরিজ অনুষ্ঠিত হবে। নেই কোন টি২০ সিরিজ। ওয়ানডে সিরিজে স্বাভাবিকভাবেই নেতৃত্ব দেবেন মাশরাফি বিন মর্তুজা। টেস্টের নেতৃত্বে আছেন সাকিব আল হাসান। কিন্তু তিনি ইনজুরিতে থাকায় নেতৃত্ব দিতে পারবেন না। তাহলে টেস্টের নেতৃত্ব দেবেন কে? এ প্রশ্ন উঠছে। তবে উত্তরও সহজ সরলই। টেস্টে সাকিব অধিনায়ক। সহ-অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। সাকিব অনুপস্থিত মানেই তো মাহমুদুল্লাহ নেতৃত্ব দেবেন। ঠিক তাই টেস্টে নেতৃত্ব দেবেন মাহমুদুল্লাহই। জিম্বাবুইয়ের বিপক্ষে ২১ অক্টোবর প্রথম ওয়ানডে দিয়ে সিরিজ শুরু হবে। এর আগে ১৬ অক্টোবর বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুইয়ে। বাংলাদেশে পৌঁছে ১৯ অক্টোবর বিকেএসপিতে একদিনের একটি প্রস্তুতি ম্যাচে অংশ নেবে সফরকারীরা। এরপর ২১ অক্টোবর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রি?কেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে স্বাগতিক ও সফরকারীরা। সিরিজের শেষ দু’টি ওয়ানডে গড়াবে ২৪ ও ২৬ অক্টোবর চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। প্রতিটি ওয়ানডে ম্যাচই দিবা-রা?ত্রিতে অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজ শেষ হলে ৩ নবেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হবে। আর এই ম্যাচ দিয়েই নয়নাভিরাম স্টেডিয়ামটির টেস্ট অভিষেক হবে। দ্বিতীয় ও শেষ টেস্ট মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ১১-১৫ নবেম্বর অনুষ্ঠিত হবে। সাকিবের অনুপস্থিতিতে টেস্টের নেতৃত্ব যে মাহমুদুল্লাহ দেবেন সেই ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনই। তিনি শুরুতে বলেছেন, ‘টেস্ট অধিনায়ক আমার পছন্দে হবে কেন? এটা নিয়ে আমার কথাও বলা উচিত না। তবে বিষয়টি খুবই সহজ। যদি সাকিব অনুপস্থিত থাকে তাহলে তার সহকারী অধিনায়কত্ব করবে। এটাই নিয়ম।’ সঙ্গে যোগ করেন, ‘যদি এমন হয় আমরা অন্য কাউকে অধিনায়ক করি তাহলে সাকিব ফিট হয়ে দলে ফিরলে তাকে বাদ দিতে হবে। বারবার অধিনায়ক পরিবর্তনের বিষয়টি খারাপ। তাই আমি মনে করি সাকিব ফিট হয়ে না আসা পর্যন্ত রিয়াদেরই অধিনায়কত্ব চালিয়ে যাওয়া উচিত।’ বিসিবি প্রধান যখন বলেন, রিয়াদেরই অধিনায়কত্ব চালিয়ে যাওয়া উচিত তখন বোঝা হয়ে যায় মাহমুদুল্লাহ রিয়াদই টেস্টের নেতৃত্ব দেবেন। এর আগেও সাকিবের অনুপস্থিতিতে টেস্টের নেতৃত্ব দিয়েছেন মাহমুদুল্লাহ। এ বছর জানুয়ারি-ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে মাহমুদুল্লাহই নেতৃত্ব দিয়েছিলেন। এ সিরিজের আগে সাকিবকে টেস্ট ও টি২০’র অধিনায়ক করা হয়েছিল। কিন্তু তিনজাতি সিরিজের ফাইনালে সাকিব ইনজুরিতে পড়ায় আর টেস্টের নেতৃত্ব দিতে পারেননি। তখন সহ-অধিনায়ক মাহমুদুল্লাহই নেতৃত্ব দিয়েছিলেন। এবারও সাকিবের পরিবর্তে জিম্বাবুইয়ের বিপক্ষে টেস্ট সিরিজে মাহমুদুল্লাহই নেতৃত্ব দেবেন।
×