ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বোল্টের জোড়া গোল

প্রকাশিত: ০৫:৪০, ১৩ অক্টোবর ২০১৮

বোল্টের  জোড়া গোল

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বের অন্যতম এক কিংবদন্তি এ্যাথলেট তিনি। সেটা ট্র্যাক এ্যান্ড ফিল্ড জগতে। স্প্রিন্টার হিসেবে যথেষ্ট সুনাম কুড়ালেও ফুটবলার হয়ে ওঠার জন্য ব্যাপক কাঠ-খড় পোড়াতে হচ্ছে উসাইন বোল্টকে। এমনকি দেড় মাস আগে যখন প্রথমবার কোন প্রতিযোগিতামূলক ম্যাচে ২০ মিনিটের জন্য খেলার সুযোগ পেয়েছিলেন একেবারেই সুবিধা করতে পারেননি। সে সময় তার ক্লাব সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের ফিজিও জানিয়েছিলেন অন্তত ৫/৬ মাস লাগবে বোল্টের পেশাদার ফুটবলার হয়ে ওঠার জন্য। কিন্তু এর আগেই চমক দেখালেন। শুক্রবার সিডনির ক্লাব ম্যাকআর্থার সাউথ ওয়েস্ট ইউনাইটেডের বিপক্ষে ক্যাম্পবেল টাউনে ৭৫ মিনিট খেলে জোড়া গোল করে সবাইকে চমকে দিলেন। প্রাক মৌসুম এ প্রস্তুতি ম্যাচে সেন্ট্রাল কোস্ট জিতেছে ৪-০ গোলে। এমন নৈপুণ্যের পর ক্লাবের সঙ্গে স্থায়ী চুক্তির সম্ভাবনা বাড়িয়েছেন ৩২ বছর বয়সী বোল্ট। স্প্রিন্ট ক্যারিয়ারে ১০০ মিটার দূরত্বে ৯.৫৮ সেকেন্ডের টাইমিংয়ে সর্বকালের সেরা হয়ে যান বোল্ট। তিনিই এখন পর্যন্ত পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দ্রুততম গতির মানব। এ কারণে সেন্ট্রাল কোস্ট মেরিনার্সেও তার জার্সি নম্বর ৯৫। যদিও এখন পর্যন্ত তার সঙ্গে স্থায়ী কোন চুক্তিতে আবদ্ধ হয়নি ক্লাবটি। কারণ স্প্রিন্টার থেকে ফুটবলারে পরিণত হওয়ার জন্য বোল্টের কতখানি সামর্থ্য আছে সেটা পরখের প্রয়োজন ছিল। সিডনির ৭৫ কিলোমিটার উত্তরের মফস্বল শহর গসফোর্ডে তিনি ফুটবলার হওয়ার দীর্ঘদিনের আকাক্সক্ষা পূরণের জন্য এসে সেন্ট্রাল কোস্ট মেরিনার্স ক্লাবে অনুশীলন শুরু করেন। সেই অনুশীলনে তিনি সতীর্থদের সঙ্গে খাপ খাওয়াতে গিয়েই হিমশিম খেয়ে যান। এরপরও মাত্র ১৫ দিনের অনুশীলন শেষে আগস্টের শেষদিন সেন্ট্রাল কোস্ট সিলেক্ট একাদশের বিপক্ষে প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে শেষ ২০ মিনিটের জন্য নামেন। সেই ম্যাচে কিছু হাস্যকর ঘটনার জন্মও দিয়েছিলেন। এরপর ক্লাবের সকলে বলেছিলেন বোল্টের পেশাদার ফুটবলার হয়ে ওঠা এত সহজ হবে না। সময় লাগবে আরও অন্তত ৬ মাস। এদিকে অস্ট্রেলিয়ার এ-লীগ মৌসুম চলতি মাসের ২১ তারিখে শুরু হবে সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের। প্রথমবার কোন প্রতিযোগিতামূলক ফুটবল ম্যাচটি খেলার পর ৯ দিনের ছুটি নিয়ে ফ্রান্সে গিয়েছিলেন বোল্ট। আবার ফিরে এসে অনুশীলন শুরু করলেও এখন পর্যন্ত কোন নির্দিষ্ট চুক্তি হয়নি তার ক্লাবের সঙ্গে। যদিও কোচ মাইক মুলভি বৃহস্পতিবার জানিয়েছিলেন ম্যাকআর্থার ক্লাবের বিপক্ষে শুরু থেকেই মাঠে নামবেন বোল্ট। সেটিই বাস্তব হয়েছে শুক্রবার। প্রথমার্ধে বল দখলে নিতেই খুব কষ্ট করতে হয়েছিল। কিন্তু বোল্ট ৭৫ মিনিট পর্যন্ত খেলে জোড়া গোল করেছেন দ্বিতীয়ার্ধে। প্রথম গোলটি তিনি একক প্রচেষ্টায় দারুণ দক্ষতা দেখিয়েই করেছেন। তবে দ্বিতীয় গোলটি প্রতিপক্ষ দলের রক্ষণভাগের ভুলে একেবারে গোলপোস্ট ফাঁকা পেয়ে লক্ষ্যভেদ করেছেন। দলের জয়ও এসেছে। ম্যাচ শেষে বোল্ট বলেন, ‘আমার মনে হয় আমি খুবই নগণ্য পরিমাণে ভুল করেছি আজ। কিন্তু আমি খুবই খুশি এমন সুযোগ পেয়ে এবং নিজেকে নিয়ে গর্বিত বোধ করছি। প্রথম কোন নিখুঁত ম্যাচে গোল পাওয়াটা অনেক বড় বিষয়। খুব ভাল অনুভূতি।’ ম্যাচ শেষ হওয়ার ১৫ মিনিট আগেই বোল্টকে তুলে নেয়ার কারণে হ্যাটট্রিকের সুযোগটা থাকেনি। এ জন্য উপস্থিত দর্শকরা সিদ্ধান্তটিকে দুয়োধ্বনি দিয়েছেন। কিন্তু মাঠ থেকে বেরিয়ে আসার সময় সকল দর্শক দাঁড়িয়ে অভিনন্দন জানিয়েছেন তাকে করতালিতে। এখন জোড়া গোল করলেও অবশ্য পেশাদার লীগের একজন ফুটবলার হয়ে ওঠার ক্ষেত্রে অনেক উন্নতির প্রয়োজন আছে বোল্টের। তবে গত এক মাস ফিটনেস নিয়ে কঠোর পরিশ্রম করেছেন ৩২ বছর বয়সী এ ৮ বারের অলিম্পিক স্প্রিন্ট চ্যাম্পিয়ন। এখন এ-লীগ খেলার মতো পর্যায়ে পৌঁছুতে খুব দূরে নেই বোল্ট। তবে এরপরই তার সঙ্গে স্থায়ী কোন নির্দিষ্ট চুক্তি করবে সেন্ট্রাল কোস্ট। কিন্তু বোল্ট বললেন, ‘আমার মনে হয় আমি সর্বক্ষেত্রেই অনেক বেশি উন্নতি করেছি। আগের চেয়ে বলের সঙ্গে আমার সম্পর্কটা আরও ভাল হয়েছে। কিন্তু আমার আরও উন্নতি করার দিকে মনোযোগ।
×