ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জাতীয় নির্বাচন ঘিরে পোস্টারে ছেয়ে গেছে চট্টগ্রাম নগরী

প্রকাশিত: ০৪:৫০, ১৩ অক্টোবর ২০১৮

 জাতীয় নির্বাচন ঘিরে পোস্টারে ছেয়ে গেছে চট্টগ্রাম নগরী

চট্টগ্রামে জাতীয় নির্বাচন ঘিরে পোস্টারে ছেয়ে গেছে পুরো নগরী। বাহারি প্রচারে নেমেছেন অচেনা-অজানা অনেক ব্যক্তি। নানা কায়দায় আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহী তারা। পর্যবেক্ষরা বলছেন, পরিচিতি পেতেই এসব করা হচ্ছে। রাজনীতিকদের মতে, মনোনয়ন নির্ধারণে পোস্টার সর্বস্ব নেতারা বিবেচনায় আসেন না। একাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা এখনও অনেক দেরি। তবে তার আগেই বন্দর নগরী ছেয়ে গেছে বিভিন্ন দলের মনোনয়ন প্রত্যাশীদের পোস্টারে। যাদের কেউ কেউ রাজনীতি বা সামজিক কর্মকা-ে পুরনো হলেও অনেকেই একেবারে নতুন। মনোনয়নের আশায় তাদের কেউ শুভেচ্ছা জানিয়ে আবার কেউ দলের প্রচার আড়ালে নিজের অবস্থান জানান দিচ্ছেন। কেউ আবার এলাকাবাসীর দোহাই দিয়ে প্রার্থী হওয়ার ইচ্ছা জানাচ্ছেন। বাস্তবে যাদের বেশিরভাগেরই মনোনয়ন পাওয়ার কোন সম্ভাবনাই নেই। বিশ্লেষকরা এমন প্রচারকে দেখছেন নিজেকে আলোচনায় আনার উপায় হিসেবে। এমন লোকও মনোনয়ন প্রত্যাশী, যাদের সঙ্গে দলগুলোর বাস্তবিক কোন সম্পর্ক নেই। বড় রাজনৈতিক দলের নেতারা বলছেন, পোস্টার সর্বস্ব এসব ব্যক্তি নয়, ত্যাগী আর জনসম্পৃক্ত নেতারাই পাবেন মনোনয়ন। -স্টাফ রিপোর্টার
×