ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নতুন প্রাণ পাচ্ছে চট্টগ্রাম চিড়িয়াখানা

প্রকাশিত: ০৪:৪৯, ১৩ অক্টোবর ২০১৮

  নতুন প্রাণ পাচ্ছে চট্টগ্রাম চিড়িয়াখানা

স্টাফ রিপোর্টার ॥ চট্টগ্রাম চিড়িয়াখানা। এক সময় পরিবেশগত সমস্যাসহ নানা অব্যবস্থাপনা থাকলেও এখন প্রতিনিয়ত পাল্টাচ্ছে তার চিত্র। নানা প্রজাতির প্রাণী সংযোজন আর কর্তৃপক্ষের বিভিন্ন উন্নয়ন কর্মকা-ে নতুন করে প্রাণ পাচ্ছে চিড়িয়াখানাটি। ফলে জনপ্রিয়তার পাশাপাশি দিন দিন বাড়ছে দর্শনার্থীর সংখ্যা। চট্টগ্রাম চিড়িয়াখানায় পাঁচ একর জায়গাজুড়ে এই পশুশালাটিতে ৪ বছর আগেও ছিল নানা সমস্যা। ফলে দর্শনার্থীও ছিল কম। তবে পাল্টে যাচ্ছে পুরনো চেহারা। গত কয়েক বছরে অবকাঠামো উন্নয়ন আর নতুন প্রাণী সংযোজনে পুরো চিড়িয়খানার পরিবেশই বদলে গেছে। ফলে প্রতিনিয়ত বাড়ছে দর্শনার্থীর সংখ্যা। দু’বছর আগেও স্বাভাবিক আর ছুটি মিলে যেখানে দর্শনার্থীর সংখ্যা ছিল ১ থেকে ৫ হাজার, সেখানে এখন পৌঁছেছে ২ থেকে ৭ হাজারে। এখানে রয়েছে দেশী-বিদেশী ৫৩ প্রজাতির ২৮৪টি পশু-পাখি। সম্প্রতি নতুন করে যুক্ত হয়েছে বাঘ, জেব্রা, গয়াল, ঘোড়াসহ বেশ কয়েক জাতের প্রাণী। তাতে আছে বিরল সাদা বাঘও। যদিও পছন্দের কিছু প্রাণী দেখতে না পারাসহ কিছু আক্ষেপও আছে দর্শনার্থীদের। তবে ক্যাঙ্গারু আর উটসহ আরও কিছু বিদেশী প্রাণী শীঘ্রই যোগ করার কথা বলছে কর্তৃপক্ষ। ফয়সলেক এলাকায় চট্টগ্রামের একমাত্র চিড়িয়াখানাটি যাত্রা শুরু করে ১৯৮৯ সালে।
×