ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পাঠকশূন্য হয়ে পড়ছে ফেনী জেলা সরকারী গণগ্রন্থাগার

প্রকাশিত: ০৪:৪৯, ১৩ অক্টোবর ২০১৮

  পাঠকশূন্য হয়ে পড়ছে ফেনী জেলা সরকারী গণগ্রন্থাগার

স্টাফ রিপোর্টার ॥ দিন দিন পাঠকশূন্য হয়ে পড়ছে ফেনী জেলা সরকারী গণগ্রন্থাগারটি। এক সময় এ লাইব্রেরিতে পাঠকের ভিড় লেগেই থাকত। কিন্তু নতুন ভবনে স্থানান্তরের পর থেকে দিন দিন এটি পাঠকশূন্য হয়ে পড়ছে। সংশ্লিষ্টদের মতে, গ্রন্থাগারে পাঠক ফিরিয়ে আনতে নতুন নতুন বই ও কার্যকরী জনমুখী কিছু সেবা সংযোজন করা প্রয়োজন। সূত্র জানায়, ফেনী জেলা গণগ্রন্থাগারটি এক সময় শহরের প্রাণকেন্দ্র ট্রাংক রোডে রাজাঝির দীঘির পশ্চিম পাশে ছিল। পাঁচ বছর আগে এটিকে এসএসকে রোডে জেলা শিল্পকলা একাডেমি সংলগ্ন ওয়াপদা মাঠের উত্তর পাশে নতুন নিজস্ব ভবনে স্থানান্তর করা হয়। ৫ হাজার ৬০০ বর্গফুট জুড়ে অবস্থিত এ পাঠাগারে ২৭ হাজার ৫৮৩টি বই আছে। এখানে ৮টি বাংলা ও ২টি ইংরেজী দৈনিক পত্রিকা পাঠকদের জন্য রাখা হয়। এ ছাড়াও সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক ও ত্রৈমাসিক পত্রিকা এবং সাময়িকী সংরক্ষণ করা হয়। নিয়ম মোতাবেক কোন পাঠক চাইলে গ্রন্থাগারের নির্দিষ্ট ফরমে আবেদন করে সদস্য হয়ে বই বাসায় নিয়েও পড়তে পারেন বলে জানান কর্মকর্তারা। বৃহস্পতি ও শুক্রবার পাঠাগার বন্ধ থাকে। অন্যান্য দিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্রন্থাগারটি সবার জন্য উন্মুক্ত। পাঠক কম থাকায় অনেকটা দায়সারাভাবেই চলছে ফেনী গণগন্থাগারটির সার্বিক কার্যক্রম। সংশ্লিষ্টরা জানান, শহরের জিরো পয়েন্ট সংলগ্ন পুরনো ভবনে থাকাকালে এ পাঠাগারে স্থানীয় পাঠকরা নিয়মিত আসতেন। কিন্তু নতুন ভবনে স্থানান্তরের পর দিন দিন পাঠকের সংখ্যা কমছে। পুরনো ভবনটি শহরের মূল কেন্দ্রে হওয়ায় এখানে আশপাশের স্কুল-কলেজের শিক্ষার্থীদের ভিড় লেগে থাকত। কিন্তু নতুন ভবনে একান্ত দরকার ছাড়া কেউ আসেন না। গ্রন্থাগার সহকারী মোঃ শামসুদ্দীন জানান, পুরনো গ্রন্থাগারের তুলনায় নতুন ভবনে আয়তন ও বই বেড়েছে। কিন্তু যাতায়াতের দূরত্ব বেড়ে যাওয়ায় পাঠক কমেছে। এক সময় ফেনী লাইব্রেরিতে ২ থেকে আড়াই শ’ পাঠক থাকলেও এখন ৫০-৭০ এর বেশি পাঠক হয় না। তিনি আরও জানান, মানুষের মাঝে পাঠাভ্যাস গড়ে তোলা এবং পাঠক বৃদ্ধির জন্য গ্রন্থাগারের উদ্যোগে নিয়মিত বিভিন্ন সম্প্রসারণমূলক কার্যক্রম যেমন বিভিন্ন জাতীয় দিবস উপলক্ষে রচনা, হাতের সুন্দর লেখা, পাঠ প্রতিযোগিতা আয়োজন করা হয়। কিন্তু তাতেও পাঠকের সংখ্যা বাড়ছে না। চেওরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস আরা শাহীন বলেন, গ্রন্থাগারটি রাজাঝির দীঘির পারে থাকাকালীন সপ্তাহে অন্তত তিন-চারবার যাওয়া হতো। কিন্তু এখন বছরেও যাওয়া হয় না। এ বিষয়ে ফেনী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক তায়েবুল হক বলেন, গ্রন্থাগারগুলোয় পাঠক সেবা, রেফারেন্স সেবা, সাম্প্রতিক তথ্য জ্ঞাপন সেবা, নির্বাচিত তথ্য বিতরণ সেবা, তথ্য অনুসন্ধান সেবা, পুস্তক লেনদেন সেবা ও ফটোকপি সেবা চালু করা গেলে আবার পাঠক বাড়বে।
×