ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফ্রি মেডিক্যাল ক্যাম্প

প্রকাশিত: ০৪:৪২, ১৩ অক্টোবর ২০১৮

  ফ্রি মেডিক্যাল ক্যাম্প

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ জেলা সদরে অনুষ্ঠিত দুই দিনের ফ্রি মেডিক্যাল ক্যাম্পে দুই সহস্রাধিক শিশু চিকিৎসা সুবিধা পেয়েছে। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপির সহযোগিতায় শুক্রবার চওড়াবড়গাছা ইউনিয়ন পরিষদের এই ক্যাম্পে সহস্রাধিক শিশুকে চিকিৎসা সেবাসহ ওষুধ প্রদান করা হয়। এর আগের দিন বৃহস্পতিবার খোকশাবাড়ি ইউনিয়ন পরিষদে অনুরূপ ক্যাম্পে সহস্রাধিক শিশুর চিকিৎসা প্রদান করা হয়েছিল। এসব ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন সংস্কৃতিমন্ত্রীর সহধর্মিণী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব পেডিয়াট্রিক নিউরোডিজঅর্ডার এ্যান্ড অটিজমের প্রকল্প পরিচালক অধ্যাপক শাহীন আখতারের নেতৃত্বে সাত সদস্যের চিকিৎসক দল। চিকিৎসক দলের সদস্যরা হলেন, ডাঃ বিকাশ চন্দ্র পাল, ডাঃ গোপেশ রঞ্জন রায়, ডাঃ সাখাওয়াত হোসেন, ডাঃ ধিমান কুমার রায়, ডাঃ চৌধুরী রেহুনুমা তাবাসসুম ও ফিজিওথেরাপিস্ট আবু সুফিয়ান।
×