ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজশাহী নগর উন্নয়নে ১০ হাজার কোটি টাকা টার্গেট লিটনের

প্রকাশিত: ০৪:৪১, ১৩ অক্টোবর ২০১৮

 রাজশাহী নগর  উন্নয়নে ১০ হাজার কোটি টাকা  টার্গেট লিটনের

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী সিটি কর্পোরেশনের (্রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, রাজশাহীর উন্নয়নে আগামী পাঁচ বছরে অন্তত ১০ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের কাজ করা হবে। সিটি কর্পোরেশনের প্রকৌশলীদের বলা হয়েছে, কোন প্রকল্প যেন সাত-আট শ’ কোটি টাকার কমে না হয়। কারণ আমরা যদি চাইতে না জানি, প্রধানমন্ত্রী আমাদের দিবে কেন। তারপরও প্রধানমন্ত্রী আমাদের প্রতি সদয়। এক কথায়, রাজশাহীর ভূ-পরিস্থ পানি শোধনাগার নির্মাণে চার হাজার ৬২ কোটি ২২ লাখ টাকার প্রকল্প অনুমোদন করেছেন বলে উল্লেখ করেন লিটন। বৃহস্পতিবার রাতে নগরীর একটি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। এর আয়োজন করেন মেয়র নিজেই। মতবিনিময় সভায় মেয়র লিটনকে সাংবাদিকদের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহী ইতিহাসে সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহী ওয়াসার উন্নয়নে চার হাজার ৬২ কোটি ২২ লাখ টাকার প্রকল্প অনুমোদন দিয়েছেন। এ প্রকল্পের মাধ্যমে রাজশাহী সিটি কর্পোরেশন ছাড়াও নওহাটা পৌরসভা ও কাটাখালী পৌরসভাতেও পানি সরবরাহ করা হবে। কারণ প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, ক্যাপিটাল ড্রেজিংয়ের মাধ্যমে পদ্মা নদীতে পানি ধরে রাখার ব্যবস্থা করা হবে। যাতে শুষ্ক মৌসুমেও পর্যাপ্ত পানি থাকে। খায়রুজ্জামান লিটন বলেন, মুক্তিযোদ্ধাদের জন্য মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন আছে। এর বাইরেও মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা ভবন নির্মাণের উদ্যোগ নেয়া হবে। যাতে মুক্তিযোদ্ধারা সব ধরনের সুযোগ-সুবিধা পান। এছাড়া সাংবাদিকদের বসবাসের জন্যও আবাসিক ভবন নির্মাণের উদ্যোগ নেয়া হবে। সব প্রেসক্লাবগুলোকে এক কাতারে নিয়ে আসার জন্য প্রেসক্লাব কমপ্লেক্স ভবন নির্মাণেরও উদ্যোগ নেয়া হবে বলে জানান তিনি। সভায় আরও বক্তব্য দেন, সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক জিনাতুন নেসা তালুকদার, মুক্তিযোদ্ধা মীর ইকবাল, শফিকুর রহমান রাজা, প্রবীণ সাংবাদিক মোস্তাফিজুর রহমান খান আলম, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ প্রমুখ।
×