ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গফরগাঁওয়ে এক শ’ টাকার জন্য শিশু খুন

প্রকাশিত: ০৪:৪০, ১৩ অক্টোবর ২০১৮

  গফরগাঁওয়ে এক শ’ টাকার জন্য শিশু খুন

নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও, ময়মনসিংহ, ১২ অক্টোবর ॥ মাত্র ১০০ টাকা নিয়ে দুই পরিবারের মধ্যে কলহের জের ধরে সাজ্জাদ ইসলাম সজীব নামে দুই বছর বয়সী এক শিশুকে মেরে পুকুরের পানিতে ফেলে রাখার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার লক্ষণপুর গ্রামে । এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে থানা পুলিশ আনোয়ার বেগম (৫৫) নামে এক নারীকে আটক করেছে। জানা গেছে, উপজেলার লক্ষণপুর গ্রামের ছিদ্দিক মিয়ার ছেলে হৃদয় মিয়া (১৫) তার চাচির কাছ থেকে বেশ কয়েকদিন আগে ১০০ টাকা ধার নেয়। সময়মতো ধার পরিশোধ না করায় শুক্রবার সকালে আনোয়ারা বেগম হৃদয় মিয়ার কাছে টাকা ফেরত চায়। এ নিয়ে দুই পরিবারের মধ্যে ঝগড়া শুরু হয়। ঝগড়ার এক পর্যায়ে আনোয়ারা বেগমের পক্ষের লোকজন হৃদয় মিয়া বেদম প্রহার করে, ফেরাতে গেলে হৃদয় মিয়ার বোন কবিতা বেগম (২২) আনোয়ারা বেগমের লোকজনের হামলার শিকার। এ সময় আনোয়ারা বেগম চিৎকার করে কবিতাকে বড় ধরনের ক্ষতি করার হুমকি দিচ্ছিল। কবিতার পরিবারের লোকজন কবিতা ও হৃদয়কে প্রায় বেহুশ অবস্থায় উদ্ধার করে ছিদ্দিক মিয়ার ঘরে নিয়ে যায়। এ ঘটনার পর থেকে কবিতার শিশুপুত্র সাজ্জাদ ইসলাম সজীবকে খুঁজে পাচ্ছিল না তার পরিবারের লোকজন। প্রায় এক ঘণ্টা খোঁজাখুঁজির পর আনায়ারা বেগমের ঘরের পাশে পুকুরে সাজ্জাদের লাশ ভাসতে দেখে। এলাকাবাসী ও কবিতার পরিবারের লোকজন সাজ্জাদের লাশ উদ্ধার করে। এ সময় ক্ষুদ্ধ এলাকাবাসী আনোয়ারা বেগমকে মারধর করে এবং আনোয়ারা বেগমের বাড়িঘর ভেঙ্গে ফেলে। পরে এলাকাবাসী আটক করে গফরগাঁও থানা পুলিশের কাছে সোর্পদ করে। কবিতা বেগমের স্বামীর বাড়ি শ্রীপুর উপজেলার ভয়রচর গ্রামে । তার স্বামীর নাম নাজমুল হাসান। নাজমুল-কবিতা দম্পতির দুই সন্তানের মধ্যে নিহত সাজ্জাদ ছোট। গত বৃহস্পতির সন্ধ্যায় কবিতা স্বামী-সন্তানসহ পিতার বাড়িতে বেড়াতে আসে। ঝিনাইদহের ছাত্রী নিজস্ব সংবদদাতা ঝিনাইদহ থেকে জানান, কোটচাঁদপুরে মিম খাতুন নামে দ্বিতীয় শ্রেণীর এক শিক্ষার্থীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে কোটচাঁদপুর উপজেলার জালালপুর গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। মিম ওই গ্রামের আহার উদ্দীন খোকার ছোট মেয়ে ও স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। কোটচাঁদপুর থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে মিমকে খুঁজে না পাওয়ায় বাড়ির লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে পরিবারের লোকজন পার্শ¦বর্তী মশিয়ার রহমানের পরিত্যক্ত একটি বাড়ির বারান্দায় মিমের গলাকাটা মৃতদেহ পড়ে থাকতে দেখে কোটচাঁদপুর থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে শুক্রবার সকালে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়।
×