ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জয়পুরহাটে অটোরিক্সা চালক খুন

প্রকাশিত: ০৪:৩৭, ১৩ অক্টোবর ২০১৮

 জয়পুরহাটে অটোরিক্সা চালক খুন

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ১২ অক্টোবর ॥ জয়পুরহাটে যাত্রীবেশী ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যাটারিচালিত অটোরিক্সা চালক খুন হয়েছে। নিহত অটোরিক্সাচালক টিটু (৩০) পাঁচবিবি উপজেলার নাকুরগাছী গ্রামের আলতাফ হোসেনের পুত্র। জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় হিলি থেকে ২ যুবক জয়পুরহাটে আসার উদ্দেশ্যে অটোরিক্সা ভাড়া করে। পথিমধ্যে ওই অটোরিক্সায় আরও এক যুবক উঠে বসে। রাত সোয়া ৮টায় জয়পুরহাটের শহীদ জিয়া কলেজ হয়ে অটোরিক্সা নিয়ে আসে ওই তিন যুবক। এ সময় তারা অটোরিক্সাটি ছিনতাই করতে নিলে অটোরিক্সা চালক বাধা দেয়। তখন ওই ৩ যুবক তাকে ছুরিকাঘাত করে। তার চিৎকারে এলাকার লোকজন এলে তারা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে জয়পুরহাট হাসপাতালে ভর্তি করা হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন রাত ১টায় তার মৃত্যু ঘটে। গফরগাঁওয়ে ভাইয়ের হাতে ভাই নিজস্ব সংবাদদাতা গফরগাঁও থেকে জানান, গফরগাঁওয়ে জমির সীমানা নিয়ে পাঁচ সহোদরের দ্বন্দ্বে খুন হয়েছে এক ভাই। নিহত ব্যক্তির নাম মাহবুবুল আওয়াল (৪২)। সে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যায়। রূপগঞ্জে যুবক নিজস্ব সংবাদদাতা রূপগঞ্জ থেকে জানান, সাগর (২০) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার পূর্বাচল উপশহরের ৬ নং সেক্টরের মাঝিপাড়া লালমাটিয়া এলাকার একটি নির্জন স্থান থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
×