ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পাকিস্তানে হাইকোর্টের বিচারপতি বরখাস্ত

প্রকাশিত: ০৪:২৩, ১৩ অক্টোবর ২০১৮

  পাকিস্তানে হাইকোর্টের  বিচারপতি  বরখাস্ত

পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি বৃহস্পতিবার সুপ্রীম জুডিশিয়াল কাউন্সিলের (এসজেসি) সুপারিশক্রমে ইসলামাবাদ হাইকোর্টের সিনিয়র প্রভাবশালী বিচারপতি শওকত আজিজ সিদ্দিকীকে অপসারণ করেছেন। খবর ডন অনলাইনের। বিচারিক প্রক্রিয়ায় দেশের প্রধান গোয়েন্দা সংস্থা আইএসআই-এর হস্তক্ষেপের বিষয়ে মন্তব্য করার জন্য এসজেসি বৃহস্পতিবার বিচারপতি সিদ্দিকীকে অপসারণের জন্য সুপারিশ করে। ফলস্বরূপ, আইন ও বিচার মন্ত্রণালয় বিচারপতি সিদ্দিকীকে অপসারণ করে। আইনমন্ত্রী ড. ফারুক মাসিম বলেছেন, এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আইন সচিব স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, হাইকোর্টের বিচারপতি শওকত আজিজ সিদ্দিকীকে তার পদ থেকে অপসারণ করেছেন এবং নির্দেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। পাকিস্তানের প্রধান বিচারপতি মিয়া সাকিব নিসারের নেতৃত্বে এসজেসি রুলিংয়ে বলে, ইসলামাবাদ হাইকোর্টের বিচারপতি শওকত আজিজ সিদ্দিকী ২১ জুলাই ২০১৮ এ জেলা আইনজীবী সমিতি, রাওয়ালপিন্ডির এক অনুষ্ঠানে যে ভাষণ দিয়েছেন তাতে তিনি হাইকোর্টের বিচারপতি হিসেবে অশোভন আচরণ করেছেন এবং তিনি অসদাচরণের অভিযোগে দোষী সাব্যস্ত।
×