ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নতুন গবেষণা

প্রকাশিত: ০৭:৫৫, ১২ অক্টোবর ২০১৮

নতুন গবেষণা

শব্দতরঙ্গে ময়লা পরিষ্কার বেড়ানোর সময় কাপড়ে ময়লা লেগেছে? চিন্তার কিছু নেই, অল্প পানিতেই কাপড়গুলো ধুয়ে দেবে ‘ডলফি’। এ জন্য কাপড় ঘষতেও হবে না, পানিতে ভেজা কাপড়ের ওপর ডিভাইসটি রেখে দিলেই হবে। সাবানের আদলে তৈরি ডিভাইসটি চালু করলেই আল্ট্রাসনিক শব্দতরঙ্গ কাপড়ের কোষে থাকা ময়লা ৩০ মিনিটের মধ্যে আলাদা করতে পারে। দাম ১৮৯ ডলার। কাগজে ইমোজি আঁকবে মোবিলিম্ব স্মার্টফোনে আসা বিভিন্ন ইমোজি বার্তা কাগজে আঁকতে পারে ‘মোবিলিম্ব’। হাত থেকে স্মার্টফোন যেন পড়ে না যায়, সে জন্য ব্যবহারকারীর কবজির উল্টো দিক আঁকড়েও ধরতে পারে রোবটিক আঙ্গুলটি। ভিডিও দেখার সময় নিজ থেকেই স্মার্টফোনের পেছনে চলে গিয়ে স্ট্যান্ডও তৈরি করে। ফ্রান্সের প্যারিস-স্যাকলে বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী মার্ক টেসিয়ার ডিভাইসটি তৈরি করেছেন। সূত্র : সায়েন্স ডেইলি
×