ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফ্যাশন সংবাদ

প্রকাশিত: ০৭:৫৪, ১২ অক্টোবর ২০১৮

ফ্যাশন সংবাদ

রঙ বাংলাদেশ আর ক’দিন পরেই বাঙালী মেতে উঠবে উদযাপনে। প্রকৃতির মতো উচ্ছল এখন সবাই উৎসবের রঙে রঙ মেলাতে। রঙ বাংলাদেশও সবাইকে রাঙাতে প্রস্তুত নজরকাড়া শারদ সংগ্রহে। বাংলার সময়কে রাঙাতেই সদা প্রস্তুত রঙ বাংলাদেশ। তাই বাঙালীকে নানা পার্বণ আর উৎসবে ফ্যাশনেবল করে তুলছে। আর প্রতিবারের মতো রঙ বাংলাদেশের শারদ সংগ্রহ অন্য সবার চেয়ে আলাদা। এবারও এই সংগ্রহ দারুণ সমৃদ্ধ। মেয়েদের পোশাক: শাড়ি, থ্রি পিস, টু পিস, সিঙ্গেল কুর্তি, লং ফ্রক, গাউন, ওড়না, ব্লাউজ, টপস, পালাজ্জো, প্যান্ট, আনস্টিচড থ্রি পিস ও স্কার্ট টপস। ছেলেদের পোশাক : পাঞ্জাবি, কাতুয়া, ফতুয়া, শার্ট, টি-শার্ট, পায়জামা, ধুতি, লুঙ্গি, উত্তরীয়। ছোটদের পোশাক : রেডি শাড়ি, থ্রি পিস, সিঙ্গেল কামিজ, ফ্রক, স্কার্ট-টপস, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, কাতুয়া, ফতুয়া, পায়জামা, ধুতি। এবং কাপল ও ফ্যামিলি ড্রেস। হেল্পলাইন-০১৭৭৭৭৪৪৩৪৪ এবং ০১৯৮৪৮৮৮৪৪৪ এ. হাকিমের পর্দা দুর্গা পূজা উৎসব সামনে রেখে, পুরান ঢাকার ইসলামপুর চায়না মার্কেট বেইজমেন্টে অবস্থিত দেশের ঐতিহ্যবাহী- পর্দা-সোফা-চাদর ও গাড়ির সিট এবং কুশন কভারের কাপড় বিক্রয় প্রতিষ্ঠান-এ. হাকিম ট্রেডার্স ক্রেতাদের জন্য দেশী-বিদেশী সকল প্রকারের কাপড়ের প্রচুর পসরা সাজিয়েছে। ঘরের আভিজাত্য ফুটিয়ে তুলতে দৃষ্টিনন্দন পর্দা-সোফা কভারের বিকল্প অন্য কিছু নেই। রুচিসম্মত পর্দা ও সোফা কভার তৈরি করতে বেশ কয়েক দিন সময়ের প্রয়োজন হয় তাই যে কোন উৎসবের আগে ভাগেই, ঘরের সৌন্দর্যের জন্য প্রস্তুতি নেয়া দরকার। এ. হাকিম ট্রেডার্সের পর্দা সৌন্দর্য ও রুচির প্রতীক। ফোন : ০২-৫৭৩৯৫৮৫২, ০১৭১৫১০২৫৩৭ জিনিয়াস হান্টিং ঢাকায় বাছাই পর্বের কাজ শেষে ১১ জনকে নির্বাচিত করা হয়েছে। প্রতিটি বিভাগ মিলিয়ে মোট ৩৬ জন পরবর্তী রাউন্ডে লড়বে। এদের মধ্য থেকে খুঁজে নেয়া হবে ড্যান কেক ডেজার্ট জিনিয়াস ২০১৮।
×