ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মঞ্চে মেসির আত্মজীবনী

প্রকাশিত: ০৭:৩২, ১২ অক্টোবর ২০১৮

মঞ্চে মেসির আত্মজীবনী

স্পোর্টস রিপোর্টার ॥ ময়দানী লড়াইয়ে অবিসংবাদিত সেরা লিওনেল মেসি। বার্সিলোনার আর্জেন্টাইন সুপারস্টারের জীবনী নিয়ে অনেক কিছুই হয়েছে। এবার পাঁচবারের ফিফা সেরা তারকার জীবনী নিয়ে ‘স্টেজ শো’ করবে বিখ্যাত বিনোদনমূলক প্রতিষ্ঠান সারকিউ ডু সোলেইল। কানাডার এই প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানিয়েছে, ২০১৯ সালে অনুষ্ঠানটি করা হবে। তবে দিনক্ষণ চূড়ান্ত করা হয়নি। সারকিউ ডু সোলেইল এর আগে মাইকেল জ্যাকসন এবং বিটলসকে নিয়ে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করে। এই প্রথম তারা কোন ক্রীড়া তারকাকে নিয়ে এমন আয়োজন করতে যাচ্ছে। সারকিউ ডু সোলেইল বিশ্বজুড়ে ‘লাইভ শো’ করার জন্য দারুণ জনপ্রিয়। তাদের পরিচিতি বাড়তে থাকে ১৯৮৪ সালের দিকে। ওই বছর ২০টি ‘স্ট্রিট শো’ করে সাড়া ফেলে দেয় তারা। জানা গেছে, বিশ্বের প্রায় ৭০টি দেশে তাদের শাখা আছে। কর্মী সংখ্যা ৪ হাজারের মতো। এর মধ্যে শিল্পী ১৪০০। নিজের জীবনীর ওপর এমন অনুষ্ঠানের খবরে উচ্ছ্বসিত মেসি বলেন, সারকিউ ডু সোলেইল পারিবারিকভাবে আমাদের পছন্দের। তারা আমার জীবন, প্যাশন, আমার খেলা নিয়ে শো করবে এটা আমার জন্য অবিশ্বাস্য অনুভূতি।
×