ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

খাজা-পেইনে জয় বঞ্চিত পাকিস্তান

দুবাই টেস্টে অবিশ্বাস্য ড্র অস্ট্রেলিয়ার

প্রকাশিত: ০৭:৩১, ১২ অক্টোবর ২০১৮

দুবাই টেস্টে অবিশ্বাস্য ড্র অস্ট্রেলিয়ার

স্পোর্টস রিপোর্টার ॥ দুবাইয়ে চতুর্থদিন শেষে অধিকাংশ ক্রিকেট বিশ্লেষক পাকিস্তানের বিপক্ষে পরাজয়ের মুখে দেখতে পাচ্ছিলেন অস্ট্রেলিয়াকে। ৪৬২ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে যদিও ৩ উইকেটে ১৩৬ রান তুলে ভাল অবস্থানেই ছিল সফরকারীরা। এমনকি ব্যাট করছিলেন দুই স্বীকৃত ব্যাটসম্যান উসমান খাজা ও ট্রাভিস হেড। এরপরও ম্যাচের পঞ্চমদিনে উইকেটে টিকে থাকাটা চ্যালেঞ্জিং ছিল। সেখানে বৃহস্পতিবার খাজা সেঞ্চুরি, হেড অর্ধশতক হাঁকিয়ে উল্টো জয়ের আশাই দেখাচ্ছিলেন অসিদের। সেটি হয়নি ইয়াসির শাহর লেগস্পিনে। একেবারে পরাজয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল তারা ৮ উইকেট হারিয়ে, কারণ তখনও বাকি ছিল ম্যাচের ১২ ওভার। তবে অধিনায়ক টিম পেইন নিদারুণ যন্ত্রণাই উপহার দিয়েছেন পাকদের। অর্ধশতক হাঁকিয়ে শুধু অপরাজিতই থাকেননি, পাকিস্তানকে বাধ্য করেছেন দিনশেষে (১ বল বাকি থাকতে) ড্র মেনে নিতে। দুবাইয়ে প্রথম টেস্টের শেষ ওভারটা ছিল আকর্ষণীয়। পাকিস্তানের জিততে প্রয়োজন ২ উইকেট, আর অস্ট্রেলিয়ার ড্রয়ের জন্য দরকার উইকেটে টিকে থাকা। ইয়াসির বোলিং করেছেন ফিল্ডারদের নিয়ে নিñিদ্র একটি রজ্জু গঠন করে। কিন্তু তখন সব দায়িত্ব অসি অধিনায়ক পেইনের কাঁধে। পাক বোলারদের সাঁড়াশি আক্রমণের বিপক্ষে ততক্ষণে কঠিন লড়াই চালিয়ে গেছেন তিনি একাই বুক চিতিয়ে উইকেটে দাঁড়িয়ে থেকে। তিনিই স্ট্রাইকে থাকার কারণে আর পাকিস্তান কিংবা ইয়াসিরের আশা পূরণ হয়নি। শেষ মুহূর্তের ভুলে নিজেকে জড়িয়ে ফেলেননি পেইন। ৫টি বল মোকাবেলা করতেই ম্যাচের হার-জিত অসম্ভব হয়ে পড়ায় উভয় দলই ড্র মেনে নিয়েছে। ১ বল বাকি থাকতে দুবাই টেস্টে অবিশ্বাস্য একটি ড্র করেছে অস্ট্রেলিয়া পেইনের দুর্দান্ত ধৈর্য আর নিষ্ঠার কারণে। তিনি ১৯৪ বল খেলে ৬১ রানে অপরাজিত থাকেন। তাকে ১২ ওভার ১ বল পর্যন্ত দারুণ সঙ্গ দিয়েছেন নাথান লেয়ন ৩৪ বলে ৫ রান করে অপরাজিত থেকে। ৮ উইকেটে ৩৬২ রান তুলেছিল অসিরা দ্বিতীয় ইনিংসে। এই ঘটনার আগে পঞ্চমদিনের শুরুতে দারুণ চাপ মাথায় নিয়েই নেমেছিল অসিরা। আগেরদিনের ৩ উইকেটে ১৩৬ রান তাদের আশা জাগাচ্ছিল ভাল কিছুর। কারণ অর্ধশতক হাঁকিয়ে ওপেনার খাজা তখনও ক্রিজে। আর স্বীকৃত ব্যাটসম্যান হেড ছিলেন ৩৪ রান নিয়ে। তারা দিনের শুরুতে কোন ভুল করেননি। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত সবচেয়ে কঠিন সময়টা তারা নিরবচ্ছিন্ন থেকেই পার করেছেন। অভিষেক টেস্ট খেলতে নামা হেডও ততক্ষণে অর্ধশতক হাঁকিয়েছেন। তবে মধ্যাহ্ন বিরতির পর হওয়া দ্বিতীয় ওভারের প্রথম বলেই এ দু’জনের ১৩২ রানের দীর্ঘ জুটি ভেঙ্গে দেন মোহাম্মদ হাফিজ। ৭২ রানে রানে সাজঘরে ফেরেন হেড। এরপর দ্রুতই লাবুশ্যাংকে তুলে নেন ইয়াসির। তবে ষষ্ঠ উইকেটে খাজা-পেইন ৭৯ রানের জুটি গড়লে উল্টো পরাজয়ের শঙ্কা তৈরি হয় পাকদের। তবে তারা হাল ছাড়েনি। অসিরা অবশ্য ড্রয়ের লক্ষ্যেই খেলেছে তা বোঝা যাচ্ছিল। কারণ খাজা ৩০২ বল খেলে মাত্র ১১ চারে ১৪১ রান রান করেন। তাকে ইয়াসির সাজঘরে ফেরানোর পর নতুন করে ম্যাচে ফিরে আসে পাকরা। তার ঘূর্ণি ছোবলে দ্রুতই ফিরে যান মিচেল স্টার্ক (১) ও পিটার সিডল (০)। কিন্তু এরপর নবম উইকেটে পেইন-লেয়ন ২৯ রান যোগ করে অবিচ্ছিন্ন থাকেন ১২.১ ওভার। ফলে ম্যাচটি ড্র হয়। ইয়াসির ৪টি, মোহাম্মদ আব্বাস ৩টি উইকেট নিয়েছেন পাকদের পক্ষে। দুবাই টেস্টে সংক্ষিপ্ত স্কোর ॥ পাকিস্তান প্রথম ইনিংস ॥ ৪৮২/১০; ১৬৪.২ ওভার (হাফিজ ১২৬, হারিস ১১০, আসাদ ৮০, ইমাম ৭৬; সিডল ৩/৫৮, লেয়ন ২/১১৪) ও দ্বিতীয় ইনিংস ॥ ১৮১/৬; ডিক্লে. ৫৭.৫ ওভার (ইমাম ৪৮, আসাদ ৪১, হারিস ৩৯; হল্যান্ড ৩/৮৩, লেয়ন ২/৫৮)। অস্ট্রেলিয়া প্রথম ইনিংস ॥ ২০২/১০; ৮৩.৩ ওভার (খাজা ৮৫, ফিঞ্চ ৬২; বিলাল ৬/৩৬, আব্বাস ৪/২৯) ও দ্বিতীয় ইনিংস ॥ ৩৬২/৮; ১৩৯.৫ ওভার (খাজা ১৪১, হেড ৭২, পেইন ৬১*, ফিঞ্চ ৪৯; ইয়াসির ৪/১১৪, আব্বাস ৩/৫৬)। ফল ॥ ড্র। ম্যাচসেরা ॥ উসমান খাজা (অস্ট্রেলিয়া)।
×