ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জাতীয় ক্রিকেট লীগ

ঘূর্ণিঝড় ‘তিতলি’র আঘাতে সব ম্যাচ ড্র

প্রকাশিত: ০৭:৩০, ১২ অক্টোবর ২০১৮

ঘূর্ণিঝড় ‘তিতলি’র আঘাতে সব ম্যাচ ড্র

স্পোর্টস রিপোর্টার ॥ ঘূর্ণিঝড় ‘তিতলি’র তোপে পড়ে জাতীয় ক্রিকেট লীগের দ্বিতীয় রাউন্ডের সব ম্যাচ ড্র হয়েছে। ফতুল্লায় ঢাকা বিভাগ-ঢাকা মেট্রো, খুলনায় বরিশাল-খুলনা, রাজশাহীতে রংপুর-রাজশাহী ও কক্সবাজারে চট্টগ্রাম-সিলেট ম্যাচ ড্র হয়েছে। চতুর্থদিনে একটি ম্যাচও হয়নি। বলই মাঠে গড়াতে পারেনি। ম্যাচগুলো ড্র হওয়ায় সব দলের ভাগ্যেই পয়েন্ট জমা হয়। প্রথম স্তরে রাজশাহী এখন তাই শীর্ষেই আছে। তাদের পয়েন্ট ৯.৪৮। এরপর খুলনা (৬.৪১), বরিশাল (৬.১১) ও রংপুর (৪.৭৩) আছে। দ্বিতীয় স্তরে ঢাকা মেট্রো শীর্ষস্থান ধরে রেখেছে। দলটির পয়েন্ট ১৪.৭৫। এরপর ঢাকা বিভাগ (১১.৫), চট্টগ্রাম (৩.৫) ও সিলেট (২.৫) আছে। প্রথম স্তর ॥ রাজশাহীতে রংপুর প্রথম ইনিংসে ১৫১ রানে গুটিয়ে যাওয়ার পর রাজশাহী শান্ত, মিজানুর ও জুনায়েদ সিদ্দিকীর সেঞ্চুরিতে ৪ উইকেট হারিয়ে ততক্ষণে ৫৮৯ রান করে রাজশাহী ইনিংস ঘোষণা করে। রংপুর থেকে ৪৩৮ রানে এগিয়ে যায় রাজশাহী। এরপর ব্যাট করতে নেমে রংপুরের লিটন কুমার দাস ২০৩ রান করে। রংপুরও ২ উইকেট হারিয়ে ৩১৯ রান করে। তৃতীয়দিনের খেলা যেখানে থাকে, সেখানেই আটকে যায়। চতুর্থদিন একটি বলও মাঠে গড়ায়নি। খুলনায় বরিশাল প্রথম ইনিংসে ২৯৯ রান করার পর খুলনা ব্যাট করতে নেমে জিয়াউর রহমানের সেঞ্চুরিতে ৭ উইকেট হারিয়ে ৩৪৯ রান করে। খেলা এই পর্যন্তই এগিয়ে যায়। চতুর্থদিন খেলা আর না হওয়ায় ড্র হয় ম্যাচ। দ্বিতীয় স্তর ॥ কক্সবাজারে চট্টগ্রাম ও সিলেট ম্যাচে তো টানা তিনদিন বল মাঠে গড়ায়নি। প্রথমদিনে যে চট্টগ্রাম ৯ উইকেট হারিয়ে ২৮২ রান করেছিল, খেলা সেখানেই আটকে যায়। বৃষ্টির জন্য আর খেলাই হয়নি। ফতুল্লায় তিনদিন খেলা চলে ঠিকমতোই। ঢাকা বিভাগকে প্রথম ইনিংসে ২০৬ রানে গুটিয়ে দিয়ে সাদমান ইসলামের অপরাজিত ১৮৬ রানে ৩৮৭ রান করে ঢাকা মেট্রো। এরপর ঢাকা বিভাগ দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে তৃতীয়দিন ২ উইকেট হারিয়ে ৫০ রান করতেই খেলা বন্ধ হয়ে যায়। চতুর্থদিন আর খেলা হয়নি। ম্যাচ ড্র হয়ে যায়।
×