ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্যর্থতার বৃত্তেই চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি

প্রকাশিত: ০৭:২৯, ১২ অক্টোবর ২০১৮

ব্যর্থতার বৃত্তেই চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি

স্পোর্টস রিপোর্টার ॥ ব্যর্থতার বৃত্ত থেকে কিছুতেই বের হতে পারছে না ইতালি। দ্বিতীয় সর্বোচ্চ চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা রাশিয়া বিশ্বকাপ খেলতে পারেনি বাছাইপর্ব উতরাতে না পারায়। সামনে আরও চ্যালেঞ্জ। এই মুহূর্তে দল পুনর্গঠনে ব্যস্ত তারা। কিন্তু সফল হতে পারছে না। ঘরের মাঠে টানা পাঁচ ম্যাচ ড্র করে এ স্বাক্ষরই রেখেছে আজ্জুরিরা। বুধবার রাতে জেনোয়ায় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ইউক্রেনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ইতালি। এর ফলে নিজেদের মাঠে জয়খরা আরও দীর্ঘ হয়েছে তাদের। এই নিয়ে ঘরের মাঠে টানা পাঁচ ম্যাচ জয়শূন্য থাকার রেকর্ড স্পর্শ করেছে ইতালি। এর আগে ১৯২৩ থেকে ১৯২৫ সাল পর্যন্ত টানা পাঁচ ম্যাচে কোন জয় ছিল না তাদের। রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্ব উতড়াতে না পারা ইতালি শেষ ১২ ম্যাচের মাত্র দুটিতে জিতেছে। জয় দুটি তারা পেয়েছে আলবেনিয়া ও সৌদি আরবের বিপক্ষে। অধিকাংশ সময় চাপ ধরে রেখে প্রথমে এগিয়ে গেলেও জিততে পারেনি রবার্তো ম্যানচিনির দল। এদিকে আজ রাতে প্রীতি ম্যাচে মাঠে নামছে রেকর্ড সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এশিয়ার দেশ সৌদি আরবের মুখোমুখি হবে রাশিয়া বিশ্বকাপে ব্যর্থ হওয়া দলটি। রিয়াদে হতে যাওয়া ম্যাচে সহজ জয়ের আশা করছেন ব্রাজিল কোচ টিটে। এই ম্যাচের চারদিন পর জেদ্দায় চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিরুদ্ধে খেলবেন নেইমার, মার্সেলোরা। আজ রাতে অন্যান্য ম্যাচে মুখোমুখি হচ্ছে জাপান-পানামা, দক্ষিণ কোরিয়া-উরুগুয়ে ও কাতার-ইকুয়েডর। আজ সকালে মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র-কলম্বিয়া ও মেক্সিকো-কোস্টারিকা। এদিকে আগামী মাসের মাঝামাঝি সময়ে উরুগুরুয়ের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ব্রাজিল ফুটবল কনফেডারেশন জানিয়েছে, লন্ডনে আর্সেনালের বিখ্যাত এমিরেটস স্টেডিয়ামে ১৬ নবেম্বর হবে ম্যাচটি। এই মাসে আরও একটি প্রীতি ম্যাচ খেলার কথা সেলেসাওদের। তবে এ বছরে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের শেষ ম্যাচটির প্রতিপক্ষ এখনও ঠিক হয়নি। আগামী বছর হতে যাওয়া কোপা আমেরিকার জন্য প্রস্তুত হচ্ছে ব্রাজিল ও উরুগুয়ে। জুনে ব্রাজিলে হবে দক্ষিণ আমেরিকা অঞ্চলের সবচেয়ে বড় এই ফুটবল আসর। প্রীতি ম্যাচে প্রতিপক্ষ হিসেবে উরুগুয়েকে বেছে নেয়া প্রসঙ্গে ব্রাজিল দলের এক কর্মকর্তা জানান, কোপা আমেরিকার আগে কঠিন প্রতিপক্ষগুলোর সঙ্গে খেলার চেষ্টা থেকেই এই সিদ্ধান্ত হয়েছে। বেলজিয়ামের কাছে হেরে রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়ার পর থেকে গত মাসে যুক্তরাষ্ট্র ও এল সালভাদরের বিপক্ষে খেলেছে ব্রাজিল। ইউক্রেনের বিরুদ্ধে অধিকাংশ সময় বল দখলে রাখার পাশাপাশি প্রথমার্ধে আক্রমণে একচেটিয়া আধিপত্য ধরে রেখে খেলে ইতালি। এ সময়ে মোট ১০টি শট নেয় তারা, যার পাঁচটিই ছিল লক্ষ্যে। কিন্তু সাফল্য মেলেনি। দারুণ নৈপুণ্যে ইউক্রেনের পোস্ট আগলে রাখেন আন্দ্রি পিয়াতভ। ২৩ মিনিটে তিনি ফেদেরিকো বের্নারডেস্কির শট এক হাত দিয়ে কোনমতে ক্রসবারের ওপর দিয়ে পাঠান। ৩৭ মিনিটে ফিওরেন্টিনার ফরোয়ার্ড ফেডেরিকো চিয়েজার জোরালো শট আবারও কর্নারের বিনিময়ে ফেরান শাখতার ডোনেস্কের এই গোলরক্ষক। বিরতির পর জাল আর অক্ষত রাখতে পারেননি পিয়াতভ। ৫৫ মিনিটে ডি বক্সের বাইরে থেকে জুভেন্টাস ফরোয়ার্ড বের্নারডেস্কির নেয়া শটে বল ঝাঁপিয়ে পড়া গোলরক্ষকের হাতে লেগে জালে জড়ায়। এরপর খেলার ধারার বিপরীতে ৬২ মিনিটে সমতায় ফেরে ইউক্রেন। রোমানের একটি শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে প্রতিহত করেন গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। ওই কর্নার থেকেই ভলিতে জাল খুঁজে নেন রুসলান মালিনভস্কি। ৭০ মিনিটে দ্বিতীয় গোল পেয়ে যেতে পারতেন মালিনভস্কি। কিন্তু তার দারুণ ফ্রিকিক ডোন্নারুমার আঙ্গুল ছুঁয়ে ক্রসবারে লেগে প্রতিহত হয়। ফিরতি বলে কাছ থেকে তারাস স্টেপানেনকোর হেড রুখে দিয়ে ইতালিকে সমতায় রাখেন এসি মিলানের গোলরক্ষক জিয়ানলুইজি ডোন্নারুম্মা। কঠিন সময় পার করা দলকে কক্ষপথে ফেরাতে তাই কঠিন পথ পাড়ি দিতে হচ্ছে ইতালি কোচ রবার্তো ম্যানচিনিকে।
×