ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শাবিতে এক্সিড উৎসব

প্রকাশিত: ০৭:১৮, ১২ অক্টোবর ২০১৮

শাবিতে এক্সিড উৎসব

শাবি সংবাদদাতা ॥ শিক্ষার্থীদের কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত করে তুলতে দেশের ২৫ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘এক্সিড ২০১৮ উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ উৎসবের উদ্বোধন করেন জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী। সিভিল এ্যান্ড এনভারনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে এই উৎসবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের ২৫ সরকারী-বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ৪৫০ শিক্ষার্থী বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। উদ্বোধন শেষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এতে আগত সব অতিথিসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শান্তির পক্ষে শপথ স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটে শান্তির পক্ষে শপথ নিলেন আওয়ামী লীগের ১ শ’ নেতা। বৃহস্পতিবার দুপুরে শহরের শালতলা মোড়ে জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা ও উপজেলা পর্যায়ের একশ’ নেতা শপথে অংশগ্রহণ করেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু আওয়ামী লীগের নেতা কর্মীদের এ শপথবাক্য পাঠ করান। পরে শপথে অংশগ্রহণকারী নেতারা জাতীয় নির্বাচনে সহিংসতা নিরসনে বিভিন্ন সুপারিশ ফিলিপ চাটে লিখে উপস্থাপন করেন। এসব সুপারিশ নিজেরা মেনে চলার ওয়াদা করেন। এ সময় শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ডাঃ মোজাম্মেল হোসেন এমপি, জেলা যুবলীগের আহ্বায়ক সরদার নাসির উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগের মোস্তাফিজুর রহমান সোহেল প্রমুখ।
×