ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে মানববন্ধন

সড়ক পরিবহন আইনে স্বার্থপরিপন্থী ধারা বাতিল দাবি

প্রকাশিত: ০৭:১৭, ১২ অক্টোবর ২০১৮

সড়ক পরিবহন আইনে স্বার্থপরিপন্থী ধারা বাতিল দাবি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সড়ক পরিবহন আইনের কিছু ধারাকে শ্রমিক স্বার্থের পরিপন্থী আখ্যা দিয়ে সেগুলো বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচীতে এ দাবি জানান সংগঠনটির চট্টগ্রাম আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ। তারা বলেন, দেশের অর্থনীতিতে পরিবহন শ্রমিকদের অবদানকে স্বীকৃতি না দিয়ে উল্টো তাদের অপরাধী ও প্রতিপক্ষ বানিয়ে আইন করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন পূর্বাঞ্চল কমিটির সভাপতি মৃণাল চৌধুরী, চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি মোহাম্মদ মুছা, কার্যকরী সভাপতি রবিউল মাওলা, সাধারণ সম্পাদক অলি আহমদ, প্রচার সম্পাদক হাজী আবদুচ সবুর, ফেডারেশন নেতা শফিকুর রহমান, আবদুল নবী লেদু, নজির আহাম্মদ কালু প্রমুখ। বক্তারা বলেন, জাতীয় সংসদে ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ পাস করা হয়েছে। কিন্তু উক্ত আইনের বিভিন্ন ধারা শ্রমিক স্বার্থের পরিপন্থী হওয়ায় পরিবহন সেক্টরে উদ্বেগ, উৎকণ্ঠা বিরাজ করছে। তারা বলেন, পরিবহন শ্রমিকেরা দেশের অর্থনীতির রক্তপ্রবাহ।
×