ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজা কংস নারায়ণের আদি মন্দিরে স্থাপিত হলো ব্রোঞ্জ প্রতিমা

প্রকাশিত: ০৭:১৭, ১২ অক্টোবর ২০১৮

রাজা কংস নারায়ণের আদি মন্দিরে স্থাপিত হলো ব্রোঞ্জ প্রতিমা

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বাগমারা উপজেলার ইতিহাস সমৃদ্ধ রাজা কংস নারায়ণের আদি মন্দিরে স্থাপন করা হলো ব্রোঞ্জের স্থায়ী প্রতিমা। এক টনের বেশি ওজনের এই প্রতিমা কলকাতা থেকে তৈরি করতে ২২ লাখেরও বেশি অর্থ খরচ হয়েছে। বৃহস্পতিবার মন্দিরে প্রতিমা আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, রাজা কংস নারায়ণ রায় বাহাদুর শারদীয় দুর্গাপূজার প্রচলন করেছেন বলেই তার সেই ইতিহাসকে স্মরণীয় করে রাখতে রাজার সেই মন্দিরে অষ্টধাতু দিয়ে ব্রোঞ্জের তৈরি প্রতিমা স্থাপন করা হয়েছে। তাহেরপুরের রাজবাড়ীতে অবস্থিত শ্রী শ্রী দুর্গা মাতা মন্দির পরিচালনা কমিটির সভাপতি নিশীথ কুমার সাহার সভাপতিত্বে সভায় স্থানীয় এমপি ও অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ইঞ্জিনিয়ার এনামুল হক ছাড়াও অতিথি হিসেবে বক্তব্য রাখেন নির্মল চ্যাটার্জী, অতিরিক্ত জেলা প্রশাসক নজরুল ইসলাম প্রমুখ।
×