ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জমাট বাঁধা সার নিয়ে বিপাকে গাইবান্ধার ডিলাররা

প্রকাশিত: ০৭:১৫, ১২ অক্টোবর ২০১৮

জমাট বাঁধা সার নিয়ে বিপাকে গাইবান্ধার ডিলাররা

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১১ অক্টোবর ॥ বাফার গুদামের জমাট বাঁধা ইউরিয়া সার নিয়ে গাইবান্ধার ডিলাররা বিপাকে পড়েছেন। কৃষকরা এই জমাট বাঁধা সার ক্রয়ে অনীহা প্রকাশ করছে। এই জমাট বাঁধা সার নিয়ে ডিলাররা বাফার কর্তৃপক্ষকে অভিযোগ করেও সুফল মেলেনি। এর প্রতিকারের দাবিতে বাংলাদেশ ফার্টিলাইজার এ্যাসোসিয়েশন, জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার গাইবান্ধা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে। অন্যথায় সার উত্তোলন বন্ধ করতে বাধ্য হবে ডিলাররা। সংবাদ সম্মেলনে এ্যাসোসিয়েশনের জেলা শাখার সাধারণ সম্পাদক সুদেব কুমার চৌধুরী লিখিত বক্তব্যে উল্লেখ করেন, গাইবান্ধা জেলার বাফার গুদামে বিপুল পরিমাণ ইউরিয়া সার দীর্ঘদিন মজুদ রয়েছে। জেলার কৃষকরা জমাট বাঁধা ইউরিয়া ব্যবহারে অভ্যস্ত নয়। কৃষকদের অনীহার কারণে তারা জমাট বাঁধা সার বিক্রয় করতে পারছে না। এ নিয়ে জটিলতার সৃষ্টি হলে বিসিআইসি-এর পরিচালক (অর্থ) মোঃ হাইউল কাইউম গাইবান্ধার বাফার গুদাম পরিদর্শন করে ডিলারদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি ডিলারদের জমাট বাঁধা সার সরবারহ নেয়ার জন্য অনুরোধ এবং ভবিষ্যতে জমাট বাঁধা সার আর সরবরাহ দেয়া হবে না বলে আশ্বস্ত করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্টিলাইজার এ্যাসোসিয়েশন জেলা সহ-সভাপতি আব্দুল মজিদ লেবন, আব্দুস সবুর সরকার, একে মজিদুল আলম প্রমুখ।
×