ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বি.বাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত এক

প্রকাশিত: ০৭:১৫, ১২ অক্টোবর ২০১৮

বি.বাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত এক

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ সরাইলে দু’পক্ষের সংঘর্ষে ১ জন নিহত ও ১০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আঁখিতারা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, আঁখিতারা গ্রামে চলাচলের একটি রাস্তা বন্ধ করে দেয়া নিয়ে সিফার বাড়ির সামছুল হকের সঙ্গে প্রতিবেশী ইউনুছ মিয়ার লোকজনের ঝগড়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে হারুন মিয়া (৬৫) গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। কালকিনিতে আহত ছাত্রের মৃত্যু নিজস্ব সংবাদদাতা কালকিনি, মাদারীপুর থেকে জানান, পূর্ব শত্রুতার জের ধরে দু’পক্ষের সংঘর্ষে আহত কলেজ ছাত্র মিরাজুল ঘরামীর (২৫) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। তিনি ঢাকার তিতুমীর কলেজের বাংলা বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র। জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার বাশগাড়ী ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনের সঙ্গে ইউপি সদস্য খবির মৃধার শত্রুতা চলে আসছে। এর জের ধরে গত ৫ অক্টোবর খবির মৃধার সমর্থকরা খাশেরহাট এলাকা থেকে চেয়ারম্যানের সমর্থক কলেজ ছাত্র মিরাজ ঘরামীকে তুলে ভাদুরী গ্রামে নিয়ে তার হাত ও পা কেটে বিচ্ছিন্ন করে দেয়। পরে লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
×