ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভূমিকম্পের আঘাতে কেঁপে উঠল আইএমএফ বৈঠক

প্রকাশিত: ০৭:১২, ১২ অক্টোবর ২০১৮

ভূমিকম্পের আঘাতে কেঁপে উঠল আইএমএফ বৈঠক

ইন্দোনেশিয়ার বালি দ্বীপে অনুষ্ঠিত আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্ব ব্যাঙ্কের বৈঠকস্থল ভূমিকম্পের আঘাতে কেঁপে উঠল। তারা আতঙ্কিত হয়ে দ্রুতই হোটেল থেকে বেরিয়ে খোলা আকাশের নিচে অবস্থান নেন। এক প্রত্যক্ষদর্শী প্রতিনিধি জানান, তিনি ৩০ সেকেন্ডের মতো ভূমিকম্পের কম্পন অনুভব করেছেন। তিনি প্রথমে বুঝতে পারেননি কী করবেন। পরে তিনি বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। চ্যানেল নিউজ এশিয়া। সরকারী কর্মকর্তারা জানিয়েছেন, আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলো ইন্দোনেশিয়ার জাভা ও বালি দ্বীপে। স্থানীয় সময় বৃহস্পতিবার রিখটার স্কেলে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত আনে। এখন পর্যন্ত তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ভূমিকম্পের ফলে বালি দ্বীপে অনুষ্ঠিত আইএমএফ ও বিশ্বব্যাঙ্কের সম্মেলন স্থলের বিদেশী অতিথিরাও আতঙ্কিত হয়ে ওঠেন। আতঙ্কে তারা সম্মেলন স্থল ত্যাগ করে বাইরে বেরিয়ে আসেন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, বালি সমুদ্রে এই ভূমিকম্পের উৎপত্তি।
×