ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কাতারের তেল গেল ফিলিস্তিনের গাজায়

প্রকাশিত: ০৭:১২, ১২ অক্টোবর ২০১৮

কাতারের তেল গেল ফিলিস্তিনের গাজায়

ফিলিস্তিনী নিয়ন্ত্রিত ভূখ- গাজায় পৌঁছেছে উপসাগরীয় দেশ কাতারের তেল। মানবেতর জীবন যাপনকারী গাজাবাসীর জন্য পাঠানো হয়েছে এই জ্বালানি তেল। ইসরাইল হয়ে সেই তেলবাহী গাড়িবহর গাজায় প্রবেশ করেছে। ফিলিস্তিনী সূত্র জানিয়েছে, গাজার দক্ষিণাঞ্চলের কারাম আবু সালেম সীমান্ত দিয়ে মঙ্গলবার ৪ লাখ ৫০ হাজার লিটার তেলবাহী ৬টি ট্রাক গাজায় ঢুকেছে। এই তেল বিদ্যুত উৎপাদনের জন্য ব্যবহৃত হবে। হামাসের মুখপাত্র হাজেম কাশেম বিষয়টি নিশ্চিত করেছেন। সমুদ্রবর্তী শহর গাজায় প্রায় ২০ লাখ মানুষ বাস করে। শহরটি ১১ বছর ধরে ইসরাইল এবং মিসরের সর্বাত্মক অবরোধের মুখে। চলতি বছরের ৩০ মে থেকে প্রতি শুক্রবার গাজার লোকজন সীমান্তে বিদ্রোহ করছে। মে থেকে এ পর্যন্ত প্রায় দুই শ’ ফিলিস্তিনী নিহত হয়েছেন। কাতারের তেল গাজায় পৌঁছানো বিক্ষোভকারীদের জন্য এক রকম জয় হলেও ইসরাইলের সঙ্গে সংঘর্ষ আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। -টাইমস অব ইসরাইল
×