ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

উচ্চমাত্রায় বায়ু দূষণের সঙ্গে সম্পর্ক আছে মুখের ক্যান্সারের ॥ সমীক্ষা

প্রকাশিত: ০৭:১১, ১২ অক্টোবর ২০১৮

উচ্চমাত্রায় বায়ু দূষণের সঙ্গে সম্পর্ক আছে মুখের ক্যান্সারের ॥ সমীক্ষা

উচ্চমাত্রায় বায়ু দূষণের সঙ্গে মুখের ক্যান্সারের সম্পর্ক আছে, নতুন সমীক্ষায় এটি দেখা গেছে। বিজ্ঞানীরা ইতোপূর্বে দূষণের সঙ্গে নানা রকম স্বাস্থ্য সমস্যার সম্পর্ক খুঁজে পেয়েছেন। তারা এখন বলছেন, দূষণের কোন নিরাপদ মাত্রা নেই। গার্ডিয়ান। বিজ্ঞানীরা এর আগে বায়ু দূষণের ফলে স্মৃতিভ্রষ্টতা থেকে শুরু করে এজমা পর্যন্ত নানা রকম স্বাস্থ্য সমস্যা এমনকি হৃৎযন্ত্রের আকার পরিবর্তন হয়ে যাওয়ার সম্পর্কও খুঁজে পান। জার্নাল অব ইনভেস্টিগেটিভ মেডিসিনে প্রকাশিত তাইওয়ানের গবেষকদের সমীক্ষার ফলে বলা হয়েছে, বায়ু দূষণের ফলে মুখের ক্যান্সারের ঝুঁকি বাড়ে। ২০০৯ সাল থেকে দেশটি ৬৬টি স্থান থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে তারা এ তথ্যে পৌঁছেছেন। তারা লক্ষ্য করেছেন যে, ৪০ বা তার বেশি বয়সী ৪ লাখ ৮০ হাজার পুরুষের স্বাস্থ্য উপাত্ত সংগৃহ করা হয়েছে তাদের মধ্যে ১১ হাজার ৬৬৭ জন মুখের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। অংশগ্রহণকারীদের দূষণের সংস্পর্শে আসার ভিত্তিতে চার ভাগ করেন। দেখা গেছে, যারা দূষণের সবচেয়ে বেশি সংস্পর্শে গেছে তাদের মধ্যে মুখের ক্যান্সারের হার সবচেয়ে বেশি; যারা কম সংস্পর্শে গেছে তাদের মধ্যে ওই ক্যান্সার তুলনামূলকভাবে কম লক্ষ্য করা গেছে। এক্ষেত্রে তাদের বয়স, ধূমপান বা পান খাওয়ার অভ্যাসের বিষয়ও গবেষকরা বিবেচনা করেন। পান খাওয়ার অভ্যাসের সঙ্গে ক্যান্সারের সম্পর্ক রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অবশ্য এর আগে পিএম২.৫ এর নিরাপদ বার্ষিক মাত্রা ১০ মাইক্রোগ্রাম বলে সতর্ক করে দিয়েছিল। লন্ডন শহরে এর মাত্রা অবশ্য দ্বিগুণ। তাইওয়ানের বাতাসে দূষণের মাত্রা আরও বেশি। আফগানিস্তানের রাজধানী কাবুলে এর মাত্রা ৮৬, বেজিংয়ে ৮৫, নয়াদিল্লীতে এর পরিমাণ রেকর্ড ১২২ মাইক্রোগ্রাম বলে জানা গেছে। বিশ্লেষকরা বলছেন, এসব সমীক্ষায় কিছু সীমাবদ্ধতা আছে। যেমন যাদের উপাত্ত সংগ্রহ করা হয়েছে তারা আগে থেকেই কতটা দূষণের সংস্পর্শে এসেছে সেটি বিবেচনায় নেয়া হয়নি। তবে তারা বায়ু দূষণের সঙ্গে মুখের ক্যান্সারের সম্পর্ক নিয়ে অন্যান্য দেশেও সমীক্ষা চালানোর ওপর গুরুত্ব আরোপ করেছেন।
×