ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নিরাপত্তা ত্রুটি সরিয়েছে হোয়াটসএ্যাপ

প্রকাশিত: ০৬:২১, ১২ অক্টোবর ২০১৮

নিরাপত্তা ত্রুটি সরিয়েছে হোয়াটসএ্যাপ

এ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসে ভিডিও কলের নিরাপত্তা ত্রুটি সরিয়েছে হোয়াটসএ্যাপ। ভিডিও কলের সময় হ্যাকারদের এ্যাপ ক্র্যাশ করার সুযোগ দিচ্ছিল এই ত্রুটি। ত্রুটির কারণে ঠিক কতজন গ্রাহক আক্রান্ত হয়েছেন তা এখনও জানানো হয়নি। এ বিষয়ে আনুষ্ঠানিক কোন বিবৃতিও দেয়নি ফেসবুক মালিকানাধীন চ্যাটিং এ্যাপটি। হোয়াটসএ্যাপ ভিডিও কলে এই ত্রুটি খুঁজে বের করেন গুগলের প্রজেক্ট জিরো’র নিরাপত্তা গবেষক ন্যাটালি সিলভানোভিচ। হোয়াটসএ্যাপের ‘নন-ওয়েবআরটিসি’ ভিডিও কনফারেন্সিংয়ে মেমোরি ত্রুটি পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, আগের সপ্তাহেই একটি নতুন হ্যাকিং কৌশল নিয়ে সতর্ক করেছে ইসরাইলের রাষ্ট্রীয় সাইবার নিরাপত্তা সংস্থা। এই কৌশলে দুর্বল নিরাপত্তা ব্যবস্থার ভয়েসমেইল ইনবক্স ব্যবহার করে মালিকের কাছ থেকে হোয়াটসএ্যাপ এ্যাকাউন্ট হাতিয়ে নিতে পারে হ্যাকার। -অর্থনৈতিক রিপোর্টার সম্প্রতি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব), রাজশাহী বিভাগের বগুড়া (উঃ); বগুড়া (দঃ) ও সিরাজগঞ্জ জোনের শাখা ব্যবস্থাপকদের পারফরমেন্স পর্যালোচনা সভা-২০১৮ বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমির কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান ও সরকারের সাবেক সচিব মুহাম্মদ নজরুল ইসলাম
×