ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রূপগঞ্জে আখবীজ সংগ্রহে ব্যস্ত কৃষক

প্রকাশিত: ০৬:১৮, ১২ অক্টোবর ২০১৮

রূপগঞ্জে আখবীজ সংগ্রহে ব্যস্ত কৃষক

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জের শীতলক্ষ্যাপারের কৃষক এবার পাট ছেড়ে আখচাষ করে আর্থিকভাবে লাভবান হয়েছেন। আর তাই পরবর্তী বছরেও এ চাষ অব্যাহত রাখতে পরিপক্ব আখ থেকে বাছাইকৃত গিঁট বা আখ বীজ সংগ্রহে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে। সরেজমিন ঘুরে দেখা যায়, উপজেলার শিমুলিয়াবাজার, বেলদী, দাউদপুর এলাকায় শীতলক্ষ্যাপারে ব্যাপকভাবে আখ চাষ করেছেন। এসব আখ সাধারণত চিনির মিল ছাড়াও পূর্বাচল উপশহরের খোলামেলা পরিবেশে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঘুরতে আসা দর্শনার্থীর কাছে রয়েছে বিশুদ্ধ আখের চাহিদা। তাই সাধারণ মূল্যের চেয়ে ভাল দাম পেয়ে খুশি আখ চাষী ও মৌসুমি ক্ষুদ্র ব্যবসায়ী। আখের আকারভেদে ১০ থেকে ৭০ টাকা প্রতিটি আখ বিক্রি হচ্ছে। পাইকারিভাবে ১০ থেকে ৪০ টাকায় সরাসরি কৃষক থেকে কিনে নিচ্ছে পাইকাররা। আবার চিনির মিলের জন্যও একই দামে কিনছেন বলে জানা গেছে। এভাবে গত বছর একই জমিতে যেসব কৃষক পাট বা অন্য ফসল ফলিয়েছে একই কৃষক এবার আখ চাষ করে লাভের মুখ দেখায় পরবর্তী বছরও আখ চাষের জন্য বীজ সংরক্ষণ ও বপনে সময় পার করছেন। স্থানীয় কৃষক রোমান মিয়া জানান, আশ্বিন মাস আখ বীজ সংগ্রহ ও রোপণের উপযুক্ত সময়। তাই এ সময় পর্যন্ত আখকে পরিপক্ব করে তুলতে ক্ষেতেই আলাদা করে রাখতে হয়। তবে ইঁদুরের উৎপাতে এসব বীজ আখের কিছুটা ক্ষতি হয় বলে জানান। এ সময় রোমান মিয়া জানান, ধঞ্চে বা পাটের চেয়ে আখ লাভজনক ফসল। কারণ হিসেবে তিনি বলেন, শীতকালীন ফসলের যেমন টম্যাটো, ফুলকপি,বাঁধাকপিসহ বিভিন্ন সবজির পাশাপাশি আখ চাষ করা যায়। এতে একই জমিতে দিগুণ ফলন হয়। তবে উপজেলা কৃষি বিভাগ থেকে সহযোগিতা পেলে আখ চাষ আরও বৃদ্ধি করতে পারতেন বলে দাবি করেন তিনি। কথা হয় স্থানীয় কৃষিকর্মী গোলাক্তার বেগমের সঙ্গে। তিনি বলেন, শীতলক্ষ্যার বেলেমাটিতে সব সময় যেকোন ফসল ভাল ফলে। তবে পূর্বাচলের দর্শনার্থী বৃদ্ধি পাওয়ায় এবারই আখ চাষীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। কম খরচে সামান্য যতেœ চুইং জাতের আখ যা চিবিয়ে খাওয়ার উপযোগী তা চাষাবাদ বাড়াতে কৃষককে পরামর্শ দিচ্ছি। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, কৃষকের স্বার্থ রক্ষায় শীতলক্ষ্যাপারের জমিতে আখ চাষের প্রতি বিশেষ নজর দেয়া হবে। তিনি বলেন, উন্নত জাত ইশ্বরদী ১৬ নামের রসালো,নরম ও মিষ্টি আখ চাষের মাধ্যমে কৃষক আরও ভাল ফলন পেতে পারে। কারণ, এ আখের ব্যাপক চাহিদা রয়েছে। তবে কৃষকরা যোগাযোগ করেন না বলে অভিযোগ করেন তিনি।
×