ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৩শ’ আসনেই প্রার্থী দেবে ইসলামী আন্দোলন

প্রকাশিত: ০৬:১৩, ১২ অক্টোবর ২০১৮

৩শ’ আসনেই প্রার্থী দেবে ইসলামী আন্দোলন

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, প্রধান দুই রাজনৈতিক জোট নির্বাচনকে সামনে রেখে মুখোমুখি অবস্থানে থেকে এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করেছে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি হলে এবং আমাদের ১০ দফা দাবি মেনে নিলে ৩০০ আসনেই হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী দেবে বৃহস্পতিবার বিকেলে নীলফামারী শহরের টাউন ক্লাব মাঠের জনসভায় তিনি এ কথা বলেন। এ সময় তিনি নীলফামারীর চার আসনে দলের প্রার্থীর নাম ঘোষণা করেন। এদের মধ্যে নীলফামারী-১ আসনে সাইফুল ইসলাম, নীলফামারী-২ আসনে জহুরুল ইসলাম, নীলফামারী-৩ আসনে আমজাদ হোসেন ও নীলফামারী-৪ আসনে সহিদুল ইসলাম বিল্লাল। রেজাউল করীম বলেন, ক্ষমতায় গেলে ইসলামী আন্দোলন দেশে ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করবে। দুর্নীতি ও মাদক উৎখাত করবে। সমঝোতা ও সহনশীল রাজনীতির বিকাশ ঘটাবে। সমাবেশে ইসলামী আন্দোলনের জেলা সভাপতি শেখ মুহাম্মদ আব্দুস সামাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন দলের যুগ্ম মহাসচিব এটিএম হেমায়েত উদ্দিন, সেক্রেটারি জেনারেল এম হাছিবুল ইসলাম, কেন্দ্রীয় নেতা প্রকৌশলী মুহাম্মদ আতিকুর রহমান প্রমুখ।
×