ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

লন্ডনে শেখ সেলিমের সঙ্গে আয়ারল্যান্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাক্ষাত

প্রকাশিত: ০৬:১৩, ১২ অক্টোবর ২০১৮

লন্ডনে শেখ সেলিমের সঙ্গে আয়ারল্যান্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাক্ষাত

গত ৪ অক্টোবর লন্ডনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন আয়ারল্যান্ড আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান ও যুগ্ম সম্পাদক সামির জসিম। বৈঠককালে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে আয়ারল্যান্ড আওয়ামী লীগের সদস্যবৃন্দের ভূমিকা এবং প্রবাসে দলীয় ঐক্য রক্ষায় নেয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে আলোচনা করা হয়। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের চলমান উন্নয়ন ও অগ্রগতির বাস্তবচিত্র প্রবাসীদের কাছে তুলে ধরতে এবং নির্বাচনের পূর্বে দলের সমর্থন বাড়াতে গৃহীত বিভিন্ন পরিকল্পনা নিয়ে বৈঠকে আলোচনা হয়। শেখ সেলিম আয়ারল্যান্ড আওয়ামী লীগের জনপ্রিয় দুই কা-ারি মিজানুর রহমান ও সামির জসিমকে সর্বোচ্চ ব্যক্তিগত সহযোগিতার আশ্বাস এবং ইউরোপিয়ান ও যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতৃবৃন্দকে এ বিষয়ে নির্দেশনা দেন। জননেত্রী শেখ হাসিনার স্নেহভাজন বঙ্গবন্ধু পরিবারের সদস্য শেখ সেলিম আয়ারল্যান্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দের মাধ্যমে আয়ারল্যান্ড প্রবাসী বাংলাদেশীদের শুভেচ্ছা জানান এবং দেশের অর্থনীতিতে তাদের অবদানকে স্বীকৃতি দিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। উল্লেখ্য, আয়ারল্যান্ড আওয়ামী লীগের যুগ্মসম্পাদক সামির জসিম দৈনিক জনকণ্ঠ সম্পাদক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ (এমএখান মাসুদ) এর ভ্রাতুষ্পুত্র। -বিজ্ঞপ্তি
×