ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মধ্য আকাশে রকেটে গোলযোগ ॥ ফিরে এলেন দুই মহাকাশচারী

প্রকাশিত: ০৫:৪৪, ১২ অক্টোবর ২০১৮

মধ্য আকাশে রকেটে গোলযোগ ॥ ফিরে এলেন দুই মহাকাশচারী

জনকণ্ঠ ডেস্ক ॥ রাশিয়ার সয়ুজ মহাকাশযানে দুইজনকে নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) পথে রওনা দেয়া একটি বুস্টার রকেট মাঝ আকাশে বিগড়ে যাওয়ার পর কাজাখস্তানে জরুরী অবতরণ করেছে। বৃহস্পতিবারের এ ঘটনায় অল্পের জন্য বেঁচে ফিরেছেন ওই দুই মহাকাশচারী। তারা অক্ষত আছেন এবং রকেটিও নিরাপদেই অবতরণ করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। খবর ওয়েবসাইটের। কাজাখস্তানের বৈকানুর থেকে রকেটটি মার্কিন মহাকাশচারী নিক হেগ এবং রুশ কসমোনাট এ্যালেক্সেই ওভচিনিনকে নিয়ে মহাশূন্যে পাড়ি দিয়েছিল। রওনা দেয়ার প্রায় ৯০ সেকেন্ডের মধ্যেই রকেটটিতে গোলযোগ দেখা দেয়। ফলে প্রাণ বাঁচাতে তড়িঘড়ি নেমে আসতে হয় দুইজনকে। ভিডিও ফুটেজে দেখা গেছে, দুই মহাকাশচারী দুর্ঘটনার সময় রীতিমত কাঁপছিলেন। পরে তারা রেডিও যোগাযোগ স্থাপন করে জরুরী অবতরণ করতে সফল হন। রকেটটি স্বাভাবিকের তুলনায় অনেক বেশি খাড়াভাবে নেমে আসে বলে এক টুইটে জানিয়েছে নাসা। রকেট অবতরণের পর উদ্ধারকারীরা ঘটনাস্থলে গেছেন। কয়েকটি বৈজ্ঞানিক পরীক্ষা চালানোর জন্য দুই মহাকাশচারী হেগ এবং ওভচিনিনের ছয় মাসের জন্য মহাকাশ স্টেশনে যাওয়ার কথা ছিল।
×