ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিএনপি-জামায়াত জোটের মধ্যে রাজনৈতিক পুষ্টির অভাব ॥ নাসিম

প্রকাশিত: ০৫:৪৪, ১২ অক্টোবর ২০১৮

বিএনপি-জামায়াত জোটের মধ্যে রাজনৈতিক পুষ্টির অভাব ॥ নাসিম

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ ২১ আগস্টের নৃশংসতম গ্রেনেড হামলার পর বিএনপি-জামায়াত জোট তিন বছর ক্ষমতায় থেকেও তারা কেন এ ঘটনার বিচার করেনি প্রশ্ন রেখে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, এতে প্রমাণিত, এ ঘটনার সঙ্গে তারা জড়িত ছিলেন। এখন বিচার নিয়ে প্রশ্ন তুলে কোন লাভ নেই। বিচার প্রলম্বিত হলেও জাতি ন্যায়বিচার পেয়েছে। তিনি বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জে জাতীয় পুষ্টি কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেছেন। বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় থেকে ঘটনার বিচার তো দূরের কথা মামলার তদন্ত পর্যন্ত করেনি মন্তব্য করে তিনি বলেছেন, জজ মিয়া নাটক সাজিয়ে জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে। পুষ্টি সম্পর্কে বলতে গিয়ে তিনি আরও বলেছেন, বিএনপি-জামায়াত জোটের মধ্যেও রাজনৈতিক পুষ্টির অভাব রয়েছে। আর মাত্র ক’মাস পরই জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে, এ নির্বাচনে বিএনপিকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে নাসিম বলেন, জনগণ ভোটের মালিক। জনগণ যাকে ভোট দেবে তারাই সরকার গঠন করবে। জনগণের রায় আমরা মেনে নেব। সিরাজগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল অডিটরিয়ামে জাতীয় পুষ্টি পরিষদ আয়োজিত দ্বিতীয় জাতীয় পুষ্টি পরিকল্পনা অবহিতকরণ কর্মশালায় দেশে পুষ্টির মান নিয়ে বাংলাদেশের সূচক কী অবস্থায় আছে এবং করণীয় বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়। সভায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এ সরকারের আমলেই আরও দশ হাজার চিকিৎসক নিয়োগ দিয়ে তাদের গ্রামে পাঠনো হবে উল্লেখ করে বলেছেন, ওষুধ শিল্পে দেশ এগিয়ে গেছে। দেশের উৎপাদিত ওষুধ বিদেশেও রফতানি করা হচ্ছে। পুষ্টি কর্মশালায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের দূরদর্শী চিন্তার ফসল পুষ্টি পরিষদ। জনগণের পুষ্টি নিশ্চিত করার কথা ভেবেই বঙ্গবন্ধু ১৯৭৪ সালে জাতীয় পুষ্টি পরিষদ গঠন করেছিলেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেই পুষ্টি পরিষদের সভাপতি হিসেবে জাতির পুষ্টি নিশ্চিত করার জন্য নেতৃত্ব দিচ্ছেন। মোহাম্মদ নাসিম গ্রামে জন্মগ্রহণ করা সন্তান ও শহরে জন্মগ্রহণ করা সন্তানের পুষ্টিমান নিয়েও কথা বলেন এবং তুলনা তুলে ধরে বলেছেন-পুষ্টি বিষয়ে এ অনুষ্ঠানে বিশেষজ্ঞগণ আরও অনেক তথ্য তুলে ধরেছেন। এখন প্রয়োজন নবজাতকসহ সকল বাচ্চার লালনপালনে যতœবান হওয়া। তবেই পুষ্টি সমস্যার সমাধান হবে। সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন কাজী শামীম হোসেন। বক্তৃতা দেন পুষ্টি পরিষদের মহাপরিচালক ডাঃ মোঃ শাহনেয়াজ, জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ রফিকুল ইসলাম, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ রমেশচন্দ্র সাহা, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, উপ-পরিচালক ডাঃ বিভাস চন্দ্র মানিক, সহকারী পরিচালক ডাঃ নাজমুস সালেহীন, ডাঃ এস এম হাসান মাহমুদ ও ডাঃ ফাতেমা আখতার।
×