ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা

প্রকাশিত: ০৭:২৬, ১১ অক্টোবর ২০১৮

হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা

সিনিয়র শিক্ষক, হাইমচর কলেজ, হাইমচর-চাঁদপুর। মোবাইল : ০১৭৯৪৭৭৭৫৩৫ ১৪। পূজার মঙ্গলঘটের মাধ্যমে কি প্রকাশ পায়? (ক) একাত্মতা (খ) সচেতনতা (গ) অনুশীলন (ঘ) সজীবতা। ১৫। পূজার রীতিনীতি অনুসারে অভিষ্ট দেবতার জন্য কী সমর্পণ করতে হয় ? (ক) নৈবেদ্য (খ) ভক্তি (গ) ফুল (ঘ) ফল। ১৬। পূজায় প্রদীপ জ্বালানোর মূখ্য উদ্দেশ্য কি? (র) জ্ঞানের প্রতীক (রর) জীবনের আলো (ররর) আত্মাকে নির্দেশ। নিচের কোনটি সঠিক (ক) র (খ) রও ররর (গ) র ও রর (ঘ) র,রর ও ররর। ১৭। হলুদ কোন দেবীর প্রতীক ? (ক) দুর্গা (খ) কালী (গ) লক্ষী (ঘ) মনসা। ১৮। সর্পকুলের জননী কে? (ক) মনসা (খ) সরস্বতী (গ) কালী (ঘ) লক্ষ্মী। ২৯। পূজার কলসীর মুখে ব্যবহৃত অ¤্রপল্লব ও নারিকেল কাকে নির্দেশ করে ? (ক) নক্ষত্র (খ)উপগ্রহ (গ) গ্রহ (ঘ) মহাবিশ্ব। ২০। কী উপলক্ষে নানা রকমের আয়োজন করা হয় ? (র) নিত্যকর্ম (রর) সত্যকর্ম (ররর) পূজা। নিচের কোনটি সঠিক (ক) র (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র,রর ও ররর। ২১। কার পূজা করলে সাপের ভয় থাকে না? (ক) লক্ষ্মী (খ) মনসা (গ) দুর্গা (ঘ) কালী। ২২। যে দেবতা নবগ্রহের অন্যতম- (ক) শনি (খ) শিব (গ) অগ্নি (ঘ) বায়ু। ২৩। মনসা দেবীর পিতার নাম কী ? (ক) তষ্যকামুনি (খ) কশ্যপমুনি (গ) রজতমুনি (ঘ) দিব্যমুনি। ২৪। হিন্দুধর্মে যাঁর পূজা করা হয়- (ক) দেব-দেবীর (খ) জ্ঞানীর (গ) যোগীর (ঘ) ধ্যানীর। ২৫। পূজায় ব্যবহৃত ধূপকাঠি আমাদেরকে কোনটি নির্দেশ করে ? (ক) সম্পদ (খ) চিন্তাসমূহ (গ) ইচ্ছাসমূহ (ঘ) চেতনাসমূহ। ২৬। হিন্দুধর্মগ্রন্থ অনুসারে যে নদীর জল পবিত্র- (ক) গঙ্গা (খ) পদ্মা (গ) সুরমা (ঘ) যমুনা। উত্তর ॥ ১৪(খ), ১৫(ক), ১৬(ঘ), ১৭(ক), ১৮(ক), ১৯(ঘ), ২০(ঘ), ২১(খ), ২২(ক), ২৩(খ), ২৪(ক), ২৫(গ), ২৬(ক)।
×