ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সম্প্রতি শোবিজ অঙ্গনের আলোচিত সব বিষয় নিয়ে লিখেছেনÑ রিফাত কান্তি সেন

আলোচিত খবর

প্রকাশিত: ০৭:২১, ১১ অক্টোবর ২০১৮

আলোচিত খবর

নারী কেলেঙ্কারির অভিযোগ অনুপ জালেটার বিরুদ্ধে! ‘অনুপ জালেটা’ ভারতীয় সঙ্গীতের উল্লেখযোগ্য ধারা ভজন এবং উর্দু গীতধারা গজলের খ্যাতিমান ভারতীয় গায়ক তিনি। ভজন গান করার কারণে ইতোমধ্যেই তিনি ভজন স¤্রাট নামে আখ্যায়িত হয়েছেন। সম¥াননা ও স্বীকৃতিতে ও ভরপুর তার ভা-ার। তিনি এ পর্যন্ত ১০০ সোনা, প্লাটিনাম এবং মাল্টি-প্লাটিনামের ডিস্ক রেকর্ড করেছেন। ৮টি ভাষায় সঙ্গীত পরিবেশন করতে পারেন। দুই শতাধিকের ওপর রয়েছে তার গানের এ্যালবাম। নানা গুণে গুণান্বিত এ ব্যক্তির বিরুদ্ধে এবার উঠেছে নারী কেলেঙ্কারির অভিযোগ। অনিশা সিং নামক এক মডেল অনুপ জালোটার ঘনিষ্ঠ লোক বলে দাবি করেন। তিনি এক সাক্ষাতকারে বলেন, জসলিন মাথারু অনুপের সন্তানের মা হতে চলেছেন। গর্ভপাত ও করিয়েছিলেন। তবে বিষয়টি অস্বীকার করেছেন অনুপ জালেটা। তিনি দাবি করেন, জসলিন তাঁকে ঠকিয়েছেন। তাঁর সঙ্গে লন্ডনের এক ব্যক্তির সম্পর্ক রয়েছে। তিনি বলেন, ‘আমার সঙ্গে লুকিয়ে সে লোকটির সঙ্গে দেখা করেছে।’ অবশ্য জসলিন অনুপ জালেটার দাবিকে মিথ্যা বলে আখ্যায়িত করেছেন। জসিমের ২০তম মৃত্যুবার্ষিকী বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় এক নাম জসিম। নব্বইয়ের দশকে দর্শক মাতিয়ে সেই যে না ফেরার দেশে চলে গেলেন আর ফিরে এলেন না! কারণ তিনি যেখানে চলে গেছেন সেখান থেকে ফিরে আসা যায় না। ১৯৯৮ সালের ৮ অক্টোবর মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে পরলোকগমন করেন। ভিলেন হিসেবে চলচ্চিত্রে প্রবেশ করলে ও জমিস এক সময় এ্যাকশন হিরো হিসেবে পর্দায় বেশ সুনাম কামান। গত ৮ অক্টোবর গেল তাঁর ২০তম মৃত্যুবার্ষিকী।১৯৭৩ সালে প্রয়াত জহিরুল হকের ছবি ‘রংবাজ’ ছবিতে ভিলেনের অভিনয় করে চলচ্চিত্রে প্রবেশ করেন। ’৭১ এ মহান মুক্তিযুদ্ধে ২নং সেক্টরে হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেন। ‘দুস্ত দুশমন’ ছবির মাধ্যমে দর্শকের আলোচনার কেন্দ্রবিন্দু হন তিনি। সারা জাগানো ছবিটি তখন বেশ আলোচনায় উঠে আসে। মৃত্যুর ২০টি বছর পেরিয়ে গেলেও এখনও গুণী এ চলচ্চিত্র অভিনেতাকে স্মরণ করেন তাঁর ভক্তনুরাগীরা। ক্যাপ্টেন আমেরিকার বিদায়! ‘ক্যাপ্টেন আমেরিকা’ চরিত্রে অভিনয় করেন ক্রিস ইভানস। বেশ জনপ্রিয়তা কামিয়েছেন হলিউডে তিনি। ‘ক্যাপ্টেন আমেরিকা’ দ্য ফার্স্ট এ্যাভেঞ্জার’ থেকে শুরু করে দশটি ছবিতে অভিনয় করেছেন তিনি। মারভেল মুভিজের ২২তম ছবি ‘এ্যাভেঞ্জারস ফোর’- এর মধ্য দিয়ে এ সিরিজ থেকে বিদায় নিচ্ছেন তিনি। কয়েকদিন আগে টুইটারে একটি পোস্ট দিয়ে ক্রিস জানান, আনুষ্ঠানিকভাবে ‘এ্যাভেঞ্জারস ফোর’শেষ। পুরনো দিনগুলো ভীষণ আবেগপূর্ণ। ক্যামেরার সামনে-পেছনের যত মানুষ এবং দর্শক, সবাইকে ধন্যবাদ স্মৃতিগুলোর জন্য। টুইটার ছাড়লেন সোনাম! ‘সোনাম কাপুর’ এক ডাকেই তাকে চিনে পুরো বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি। জনপ্রিয় এ অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় ও বেশ সরব ছিলেন। বিশেষ করে টুইটারে পোস্ট করতে কোন কার্পণ্যবোধ করতেন না তিনি। কিছুদিন আগে মোম্বাইয়ের দূষণ নিয়ে সোনাম একটি টুইট করেন। টুইটটি নিয়ে এ জনপ্রিয় অভিনেত্রীকে এক ভক্ত ব্যঙ্গাত্মক মন্তব্য করে বসেন। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, টুইটার অনুসারীর ব্যঙ্গাত্মক মন্তব্যের পর, ৬ অক্টোবর সোনাম তার আরেকটি টুইট বার্তায় লিখেন, ‘অনির্দিষ্ট সময়ের জন্য টুইটার ব্যবহার করা থেকে নিজেকে বিরত রাখছি। কারণ এটা খুবই নেতিবাচক। সকলের ওপর শান্তি বর্ষিত হোক। সেই সঙ্গে ভালবাসা সবার জন্য। ’৪ অক্টোবর দূষণ নিয়ে দেয়া টুইট বার্তায় ভক্ত লেখেন, এ ধরনের দূষণগুলো হচ্ছে আপনাদের মতো মানুষদের জন্য। যারা কিনা গণপরিবহন ব্যবহার করেন না।
×